সিঁথিতে গয়না তৈরির কারখানায় লুট, বেঙ্গালুরু থেকে গ্রেফতার ১
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঁথিতে সোনার গয়না তৈরির কারখানায় কোটি টাকা লুটের ঘটনায় এক অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল লালবাজার। হুগলির খানাকুলের বাসিন্দা মাসুম বাবু মল্লিক তিন কোটি টাকার সোনা নিয়ে বাইক চালিয়ে পালায় বলে অভিযোগ। ঘটনার পরই সে রাজ্য ছাড়ে। মোবাইলের সূত্রে জানা যায়, সে বেঙ্গালুরুতে রয়েছে। এরপরই সেখানে হানা দিয়ে রবিবার তাকে গ্রেফতার করেন লালবাজারের ডাকাতি দমন শাখার অফিসাররা। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে।
অক্টোবর মাসের ৩০ তারিখ সিঁথির ওই কারখানা থেকে লুট হয় ২ কেজি ৩৮০ গ্রাম সোনা। সিসি ক্যামেরা দেখে জানা যায়, এক দুষ্কৃতী কারখানার এক কর্মীর বুকে পিস্তল ধরে, অন্য আরেকজন কারখানার সামনে দাঁড় করানো বাইক নিয়ে পালাচ্ছে। তদন্তে উঠে আসে, ঘটনায় জড়িত রয়েছে এই কারখানার প্রাক্তন কর্মী সইদুল মণ্ডল। সে দুষ্কৃতী দলটিকে নিয়ে এসেছিল। খানাকুল থেকে তাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। অভিযুক্ত জেরায় জানায়, সোনা নিয়ে দুই দুষ্কৃতী ভিন রাজ্যে পালিয়েছে। সোনা নিয়ে চম্পট দিয়েছে মাসুম। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই অভিযুক্তকে চিহ্নিত করেন তদন্তকারীরা। তদন্তে উঠে আসে, মাসুমের বিরুদ্ধে অতীতেও অপরাধের রেকর্ড রয়েছে। বিভিন্ন সোনার কারখানায় কর্মীদের টাকা বা সোনা ভাগ দেওয়ার টোপ দিয়ে ভিতরের খবর জেনে নিত সে। এরপর সেখান থেকে সোনা লুট করত। মুম্বইয়ে সে এই কায়দায় সোনা হাতিয়েছে। আরামবাগের বাসিন্দা সইদুলের সঙ্গে তার পরিচয় হয় মুম্বইয়ে। সইদুলই সিঁথির ওই কারখানার খোঁজ দিয়ে জানায়, প্রতিদিন ভালো পরিমাণ সোনার বাট আসে এখানে। উৎসবের মরশুম বলে আরও বেশি করে সোনা আসছে। সেইমতো সইদুল দুই দুষ্কৃতীকে নিয়ে এসেছিল কারখানার সামনে। সে নিজে দাঁড়িয়ে থাকে কারখানার উল্টোদিকে। এরপর কারখানার এক কর্মী আসতেই তাঁর কাছ থেকে তিন কোটি টাকার সোনা লুট করে মাসুম ও তার এক শাগরেদ। এরপর ওই রাতেই ট্রেন ধরে বেঙ্গালুরু চলে যায়। সে নিজেও সোনার কাজ জানত। এরমাঝে পুলিশের কাছে তার নতুন নম্বর হাতে আসে। সেই সূত্রে জানা যায়, সে বেঙ্গালুরুতে রয়েছে। সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়।