• নেতাজিনগরে ফাঁকা রাস্তায় তরুণীর শ্লীলতাহানি, ধৃত ১
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফাঁকা রাস্তায় শ্লীলতাহানির শিকার হলেন মহিলা। রবিবার রাত বারোটা নাগাদ ঘটনাটি  ঘটেছে নেতাজিনগরে। অভিযোগকারিণী ফুড ডেলিভারি সংস্থার এক কর্মীর বাইকে চড়ে তাড়া করে ধরে ফেলেন অভিযুক্ত যুবককে। এলাকার মানুষের ভিড় জমে যায়। নেতাজিনগর থানার পুলিশ 

    এসে অভিযুক্ত ঋষি হাজরাকে গ্রেফতার করে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনী মহিলা ররিবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে বেরতে রাত হয়ে যায়। গাড়ি থেকে নেমে তিনি বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা ফাঁকা ছিল। আচমকাই অভিযুক্ত যুবক এসে তাঁর শ্লীলতাহানি করে পালায়। তিনি চিৎকার করে তাঁকে তাড়া করেন। অভিযোগকারিণী দেখেন, ফুড ডেলিভারি সংস্থার এক ডেলিভারি বয় বাড়ি ফিরছেন বাইকে করে। ওই যুবককে তিনি বাইক থামাতে বলেন। এরপর তাঁর বাইকে উঠে বসেন তরুণী। রীতিমতো ফিল্মের কায়দায় চোর চোর বলে চিৎকার করতে করতে পিছু ধাওয়া করেন। কিছুটা যাওয়ার পরেই ধরে ফেলেন অভিযুক্তকে।

    এদিকে, এলাকায় রটে যায়, এক তরুণী চোর ধরেছেন। রাস্তায় ভিড় জমে যায়। তরুণীর কাছে গোটা ঘটনা শুনে সকলেই তাঁর সাহসিকতার তারিফ করেন। অভিযোগকারিণী মহিলা ফোন করে নেতাজিনগর থানায় বিষয়টি জানালে পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির কেস রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

    জানা যাচ্ছে, ওই যুবক শুধু শ্লীলতাহানি নয়, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ করে পালায়। অভিযুক্তকে সোমবার আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তের হয়ে লিগ্যাল এডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়নি অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছেন। সরকারি আইনজীবী সাজ্জাদ খান বলেন, অভিযুক্ত যে ঘটনা ঘটিয়েছেন, তার উপযুক্ত তথ্যপ্রমাণ আছে। তার ভিত্তিতেই গ্রেফতারও করা হয়েছে। সওয়াল শেষে অভিযুক্তকে জেল হেফাজতে পাঠায় আদালত। 
  • Link to this news (বর্তমান)