• Breaking News Live: হায়দরাবাদগামী বিমানে মানববোমার হুমকি
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • নরেন্দ্রপুর থানা এলাকায় উঠতি এক ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্র শুভঙ্কর গত বুধবার, ২৬শে নভেম্বর সকাল ৬টা নাগাদ ফুটবল প্র্যাকটিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি।

    নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ তৎপরতা দেখায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তের পরিচয় নিশ্চিত করে। এরপর সোমবার বোড়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তেই অভিযোগের যথেষ্ট প্রমাণ মিলেছে। সেই কারণেই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

    কুয়েত থেকে হায়দরাবাদগামী ফ্লাইটে মানববোমা রাখার হুমকি। মঙ্গলবার সকালে ই-মেলে হুমকি পাওয়ার পরেই বিমানের মুখ ঘোরানো হলো মুম্বইয়ের দিকে। সূত্রের খবর, দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ ওই ই-মেল পেয়েই হায়দরাবাদ বিমাবন্দর কর্তৃপক্ষকে তা জানিয়ে দেন। ফ্লাইট এখনও মুম্বইয়ে নামেনি। সতর্কতামূলক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    ফের যাত্রিবাহী বাসে আগুন লেগে ঝলসে মৃত্যু। রাজস্থানের পরে এ বার উত্তরপ্রদেশের বলরামপুরে। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ ফুলওয়ারিয়া বাইপাসে দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেসরকারি বাসটি সোনাউলি থেকে দিল্লি যাচ্ছিল। বাসের বেশির ভাগ যাত্রী ছিলেন নেপালের বাসিন্দা। মালবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কায় দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঝলসে মারা গিয়েছেন তিন যাত্রী। জখম হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বলরামপুরের জেলাশাসক বিপিন কুমার এবং পুলিশ সুপার বিকাশ কুমার তাঁদের খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন।

  • Link to this news (এই সময়)