• ‘বিমানে রয়েছে মানববোমা...’, কুয়েত থেকে হায়দরাবাদগামী ফ্লাইটে হুমকিবার্তা, জরুরি অবতরণ মুম্বইয়ে
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • মঙ্গলবার সাতসকালে বিমানে বোমাতঙ্ক । কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর একটি বিমানে (6E-1234) মানববোমা রাখার হুমকি। মঙ্গলবার সকালে একটি হুমকি ই-মেলে আসে। যাতে লেখা ছিল, ওই বিমানটিতে মানববোমা রয়েছে। হুমকি পাওয়ার পরেই বিমানের মুখ ঘোরানো হয় মুম্বইয়ের দিকে।

    সূত্রের খবর, দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ ওই হুমকি ই-মেল পেয়েই হায়দরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষকে তা জানান। এর পরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইন্ডিগোর বিমানটিকে মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবস্থার মোকাবিলার জন্য তৈরি মুম্বই এয়ারপোর্টও। তবে বিমান সংস্থার তরফে এখনও কোনও সরকারি বিবৃতি মেলেনি।

    বিমানে বোমা থাকার খবরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে বিমানটিতে কতজন যাত্রী রয়েছে সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য জানানো হয়নি ইন্ডিগোর তরফে।

    FlightRadar24-এর তথ্য অনুসারে, ইন্ডিগোর বিমানটি রাত ১:৫৬ মিনিটে কুয়েত থেকে টেকঅফ করে এবং সকাল ৮:১০ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য ছিল সমস্ত ব্যবস্থা। প্রথমেই যাত্রীদের নামিয়ে বিমান ফাঁকা করে তাকে নিয়ে যাওয়া হয় আইসোলেশনে। সেখানেই বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। সব যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে খবর।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)