আড়াই বছর আগে দালালকে টাকা দিয়ে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের সাতক্ষীরার হাসিনা। দুই সন্তানকে নিয়ে সেই থেকে এই দেশেই থেকে গিয়েছেন। উত্তর ২৪ পরগনার বামনগাছি রেল লাইনের ধারে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। SIR চলাকালীন এ বার বাংলাদেশে ফিরতে মরিয়া তিনি। খবর পেয়েছেন, ‘ক্যাম্পে ধরা দিলে, ফিরে যাওয়া যাচ্ছে’। সেই ভাবেই হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরতে চাইছেন হাসিনা।
হাসিনা জানান, বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়ায় তাঁর বাড়ি। স্বামী মারা গিয়েছেন। দুই সন্তানকে নিয়ে সংসার চালাতে পারছিলেন না। বাংলাদেশে কাজ ছিল না তেমন। তাই আড়াই বছর আগে দালালের হাত ধরে বাংলায় ঢোকেন। বামনগাছির রেল লাইনের ধারে ঘর ভাড়া নেন। এত দিন সেখানেই থাকছিলেন।
হাসিনার কথায়, ‘আড়াই বছর ধরে এখানে আছি। মিথ্যা কথা বলব না, আমার কোনও কাগজপত্র নেই। দালালের মাধ্যমে এসেছি। একা থাকি এখানে। তাই ফেরার সাহস পাচ্ছি না। আমার দু’টো বাচ্চা আছে। স্বামী নেই। ওখানে কাজ করে সংসার চালাতে পারছিলাম না। তাই এসেছি।’
হাসিনার মতো এ রকম বহু অনুপ্রবেশকারীই রেল লাইনের পাশে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন বলে খবর। তবে পশ্চিমবঙ্গে SIR চালু হওয়ার পর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছে কিছু পরিবার। বাংলাদেশে ফেরার সংখ্যা বাড়ছে। স্বরূপনগরের হাকিমপুর ও তারালি সীমান্ত দিয়ে বহু মানুষকে ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে।
সূত্রের খবর, তাঁরা শুধু অবৈধ ভাবে ভারতে ঢুকেই পড়েননি, অবৈধ ভাবে এ দেশের পরিচয়পত্রও তৈরি করেন। ভোটও দিয়েছেন। পেতেন সরকারি সুবিধাও। SIR শুরু হতেই সে সব ফেলে বাংলাদেশে ফিরতে মরিয়া তাঁরা। কারও কারও ভয়, পরে ধরা পড়লে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। হাসিনা জানান, সীমান্তে ক্যাম্পে চলে যাবেন তিনি। সেখান থেকেই তাঁকে ‘ডিপোর্ট’ করা হবে বাংলাদেশে।