• যতদিন মমতা, ততদিন TMC? কল্যাণের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে নয়া বিতর্ক
    আজ তক | ০২ ডিসেম্বর ২০২৫
  • অতীতে একাধিবকবার বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সংসদে শীতকালীন অধিবেশনের শুরুর দিনও সেই ধারা বজায় রাখলেন শ্রীরামপুরের সাংসদ। এবার ফের মোদী ও মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। 

    কী বললেন কল্যাণ?
    সংসদের বাইরে সংবাদ মাধ্যমের সামনে  শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'যতদিন নরেন্দ্র মোদী থাকবেন, ততদিন বিজেপি থাকবে। নরেন্দ্র মোদী না থাকলে বিজেপিও থাকবে না, ক্ষমতা থেকেই চলে যাবে। ২০১৪ এর আগে ভেবেছিলে কেউ যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন, এত দিন থাকবেন? ওই সময় তো সবাই ছিলেন। রাজনাথ সিং  ছিলেন, অমিত শাহ ছিলেন, নিতিন গডকড়ী ছিলেন। সবাই ছিলেন। তাঁরা তো (ক্ষমতায়) আনতে পারেননি। মোদী চলে গেলেই কোথাও আর পদ্মফুল ফুটবে না। কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কেউ কিছু বদলাতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ যার উপর সবচেয়ে বেশি বিশ্বাস করে, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।' 

    বর্ষীয়ান নেতা তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্পষ্ট,  'পশ্চিমবঙ্গে মানুষ একজনকেই ভালোবাসে, বিশ্বাস করে, আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। দলটা তাঁর নামেই চলে' কল্যাণের কথায় মোদী-তুলনা ছিল চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য। তিনি বলেন, 'যতদিন নরেন্দ্র মোদী আছেন, ততদিন বিজেপি আছে। মোদী চলে গেলে বিজেপি থাকবে না। ২০১৪-র আগে কেউ কি ভেবেছিল নরেন্দ্র মোদী এসে এতদিন থাকবেন? ঠিক একইভাবে, যতদিন মমতা দি আছেন, ততদিন কেউ কিছু করতে পারবে না।' এই একটি বাক্যে কল্যাণ যেন দলের অন্দরের সব সন্দেহ দূর করে দিতে চাইলেন – তৃণমূল মানে মমতা, আর মমতা মানেই তৃণমূল।

    বিজেপি ইতিমধ্যেই এই বক্তব্যকে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী – সকলেই বলছেন, 'দেখুন, তৃণমূলের আসল চেহারা বেরিয়ে পড়েছে।' রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা তৃণমূলের অন্দরে ‘মমতা-পরবর্তী’ নেতৃত্বের লড়াইয়ের একটা প্রাথমিক লক্ষণ। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো পুরনো দলের সৈনিকরা স্পষ্ট বার্তা দিচ্ছেন – তৃণমূল এখনও ‘এক ব্যক্তি-কেন্দ্রিক’ দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া যতদিন আছে, ততদিন অন্য কেউ মাথা তুলতে পারবে না। কল্যাণের এই বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বিজেপিকে নিশানা করে অরূপের বক্তব্য, এরাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা সম্ভব নয় সেকথা মেনে নিয়েছে গেরুয়া শিবির। 
  • Link to this news (আজ তক)