শহর থেকে উধাও শীতের আমেজ, একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে রাজ্যে বাড়ল তাপমাত্রা। বিশেষ করে দক্ষিণবঙ্গে একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রা। শহর থেকে উধাও হয়েছে শীতের আমেজ। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। গায়ে শীতের পোশাক রাখা যাচ্ছে না শহরে। নাজেহাল আমজনতা। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হবে।ধীরে ধীরে কমবে তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ থেকেই জাঁকিয়ে শীত পড়বে শহর থেকে জেলায়। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। তবে কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টি হয়।