• ‘আমজনতার ফোনে নজরদারি’, কেন্দ্রের ‘সঞ্চার সাথী’ নির্দেশিকা নিয়ে তোপ বিরোধীদের, ‘আপত্তি’ অ্যাপলেরও
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার নিরাপত্তার নামে আসলে আমজনতার ফোনে নজরদারির চেষ্টা! কেন্দ্রের নয়া ‘সঞ্চার সাথী’ অ্যাপ নির্দেশিকা নিয়ে ক্ষোভপ্রকাশ বিরোধী শিবিরের। কংগ্রেস-সহ বিরোধী শিবিরের দাবি, পেগাসাসের মতো নজরদারি চালাবে এই ‘সঞ্চার সাথী’ অ্যাপ। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
    প্রতিটি স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে সাইবার নিরাপত্তা অ্যাপ। চাইলেও যা ডিলিট করতে পারবেন না গ্রাহকরা। এই প্রক্রিয়া বাস্তবায়িত করতে উঠেপড়ে লেগেছে টেলিকম মন্ত্রক। কেন্দ্রের তরফে স্মার্টফোন প্রস্তুতকারী সমস্ত সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে ৯০ দিনের মধ্যে যে সব স্মার্ট ফোন বাজারে নতুন করে আসবে, সমস্ত স্মার্টফোনে এই অ্যাপটি প্রি লোড করতে হবে। তবে সরকারিভাবে এই ইস্যুতে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বর্তমানে বিশ্বের বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী এবং ব্যবহারকারী দেশগুলির মধ্যে প্রথমের দিকেই রয়েছে ভারত। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ১.২ বিলিয়নেরও বেশি। এই সমস্ত ফোনেই বাধ্যতামূলকভাবে সরকারি অ্যাপ যুক্ত করতে চাইছে কেন্দ্র। নয়া এই অ্যাপের নাম ‘সঞ্চার সাথী’। সাইবার প্রতারণা রোখার পাশাপাশি চুরি বা হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক, কালোবাজারে নকল ফোন বিক্রি রুখতে কার্যকরি অ্যাপটি। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এই অ্যাপ ব্যবহার করে এখনও পর্যন্ত ৭ লক্ষ চুরি যাওয়া ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। যার মধ্যে ৫০ হাজার ফোন শুধুমাত্র অক্টোবর মাসেই উদ্ধার করা হয়েছে।

    কিন্তু এই নতুন অ্যাপের মধ্যে পেগাসাস ‘জুজু’ দেখছে বিরোধীরা। কংগ্রেসের সাংবিধানিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলছেন, “এটাকে অসাংবিধানিক বললেও কম বলা হয়। এভাবে বিগ ব্রাদার’রা আমাদের উপর নজরদারি চালাতে পারে না।” তাঁর কথায়, “সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গোপনীয়তার অধিকার আমাদের মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ। ওরা নতুন এই অ্যাপের মাধ্যমে আমাদের প্রতিটি মুহূর্ত নজরদারি চালাবে। আমরা অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার চাইছি।” একই সুর শিব সেনার উদ্ধব শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীরও।

    এদিকে কেন্দ্রের এই নির্দেশিকা সব ফোন প্রস্তুতকারী সংস্থা মানবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপলও এই নির্দেশ মানতে রাজি নয়। অতীতে এই ধরনের অ্যাপ ইনস্টল করার বিরোধিতা করেছে অ্যাপল। তাছাড়া এই সিদ্ধান্তের আগে টেলিকম সংস্থাগুলির সঙ্গে আলোচনা করা হয়নি বলেও খবর।
  • Link to this news (প্রতিদিন)