সোমনাথ রায়, নয়াদিল্লি: SIR বিরোধী বিক্ষোভে ফের ঐক্যবদ্ধ ‘ইন্ডিয়া’ শিবির। সংসদের মকর দ্বারে বিরোধী জোটের বিক্ষোভে শামিল হল তৃণমূলও। এদিকে সংসদের অন্দরে এই ইস্যুতে আলোচনা চেয়ে ফের বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবির। যার জেরে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়েছে অধিবেশন।
শীতকালীন অধিবেশেনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতুবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। সেই একই ছবি মঙ্গলবারও। এদিনও বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোয় দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন। সরকার দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখানো শুরু করেন বিরোধী শিবির।
এ দিন সকালে সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একটা বড় অংশ। প্ল্যাকার্ড হাতে সংসদ চত্বরে ধরনা দিতে দেখা যায় তাঁদের। বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর পাশেই দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের। ছিলেন ডিএমকে সাংসদ কানিমোঝি-ও। চমকপ্রদভাবে ওই বিক্ষোভে হাজির ছিলেন তৃণমূলের দুই সাংসদ বাপী হালদার ও মমতাবালা ঠাকুর। এ পর্যন্ত তৃণমূল সংসদে কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করেছে। কোনওরকম ‘দাদাগিরি’ মানা হবে না বলে সাফ বলে দিয়েছে রাজ্যের শাসকদল। তবে এদিন SIR ইস্যুতে একত্রিত হয়ে গিয়েছে বিরোধী শিবির।
চমকপ্রদভাবে SIR নিয়ে আলোচনা চাইছেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও। তাঁর বক্তব্য, রাজ্যে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে আলোচনা প্রয়োজন। এদিন সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রও। তাছাড়া, নির্বাচন কমিশনের কাজে এমনিতেও সংসদের হস্তক্ষেপ করার অধিকার নেই।