• দ্রুত উন্নয়নের কাজ শেষ করতে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, SIR নিয়ে বার্তা দেবেন ডিএমদেরও
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • স্টাফ  রিপোর্টার: উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে আজ, মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। চলতি বছরে কোন কোন প্রকল্পে কী কাজ হয়েছে, কোন ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করতে বলা হয়েছিল প্রতিটি দপ্তরের সচিবদের। সেই রিপোর্ট নিয়েই আজ, মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। 

    এদিক সোমবার নবান্নে একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক ছিল মুখ্যসচিব মনোজ পন্থের। সেই বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ‌্যমন্ত্রী। এসআইআর-এর জন‌্য বাংলার বাড়ি, রাস্তা-সহ উন্নয়নের কাজ যাতে উপেক্ষিত না হয়, সেই নির্দেশ দেওয়ার পাশাপাশি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের চাপের মুখে ভয় না পাওয়ার বার্তা দেন মমতা।

    সূত্রের খবর, তিনি পাশে রয়েছেন বলে আশ্বস্ত করে অফিসারদের উদ্দেশে মমতা বলেন, “ওরা একজন এক্স অফিসারকে পাঠিয়েছে। তবে তাতে ভয় পাওয়ার কারণ নেই। দিল্লি পাঠিয়ে দেওয়া হবে, বদলি করে দেওয়া হবে বললেও ভয় পাবেন না। কিচ্ছু ভাববেন না। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান।”

    প্রশাসনের অন্দরমহলের খবর, এসআইআরের কাজে তদারকির জন‌্য কমিশনের পর্যবেক্ষকরা জেলা জেলায় যাচ্ছেন। এই  প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অফিসারদের বিভিন্ন বিষয়ে যোগাযোগ করছেন। অনেক ক্ষেত্রেই কাজের সময়ের বাইরেও সেই নির্দেশ পালন করতে হচ্ছে বলে খবর আসছে প্রশাসনের শীর্ষস্তরে। এমন পরিস্থিতিতে তাই ফের রাজ্যের আধিকারিকদের পাশে থাকার বার্তাই দিলেন মুখ‌্যমন্ত্রী।

    কেন্দ্রীয় আর্থিক বঞ্চনা সত্ত্বেও একদিকে জনমুখী প্রকল্পের কাজ চালানো, অন‌্যদিকে কেন্দ্রীয় এজেন্সির ক্রমাগত অতিসক্রিয়তা। এই দুই চাপ সামলে রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে দপ্তরগুলিকে আরও সক্রিয় করতে চান মুখ‌্যমন্ত্রী। সেই জন‌্যই বার্ষিক কাজের হিসেব নিকেশ করে দেখে নিতে চান কোন দপ্তর কতটা কাজ করেছে। বাজেটে যে টাকা প্রকল্পের জন‌্য দেওয়া হয়েছিল, তার কতটা খরচ করা গিয়েছে। কোন কোন কাজ হয়নি ও কেন হয়নি, তাও এদিন খতিয়ে দেখবেন মুখ‌্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, রাজ‌্যজুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার জেরে জনমুখী প্রকল্পের কাজ যাতে বিঘ্ন না হয়, তা দেখতে আগেই নির্দেশ দিয়েছিল নবান্ন। কিন্তু অপরিকল্পিতভাবে এসআইআর প্রক্রিয়া চলতে থাকায় কয়েকটি ক্ষেত্রে উন্নয়নের কাজে ব‌্যাঘাত হয়েছে বলেই নবান্নের কাছে রিপোর্ট এসেছে। 

    সেই বিষয়টিও নজর রয়েছে মুখ‌্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পর ৩ ও ৪ তারিখ মালদহ ও মুর্শিদাবাদে রাজনৈতিক কর্মসূচি রয়েছে মমতার। গাজোল ও বহরমপুরে সভা করবেন তিনি। একদিকে প্রশাসনিকভাবে উন্নয়নের কাজ চলবে, অন‌্যদিকে রাজনৈতিকভাবে চক্রান্তের বিরুদ্ধে চলবে লড়াই। মাস পেরলেই নয়া বছর। এসআইআর শেষ হলেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ কমিশন ঘোষণা করে দিতে পারে। তাই দ্রুত উন্নয়নের কাজ শেষ করে ফেলতে চান মমতা। সূত্রের খবর, যাঁরা অনলাইনে জাতি শংসাপত্র-সহ বিভিন্ন শংসাপত্রের জন‌্য আবেদন করছেন, তাঁরা যাতে সহজে আবেদন করতে পারেন, তার জন‌্য ব‌্যবস্থা করা নির্দেশ দেন মুখ‌্যমন্ত্রী। বাংলা সহায়তা কেন্দ্রে অনলাইনে আবেদন করার বিষয়টিও দেখে নিতে বলেন তিনি। অপরিকল্পিতভাবে এসআইআর-এর জেরে কোথাও যাতে আইনশৃঙ্খলার সমস‌্যা দেখা না দেয়, তার জন‌্য বিশেষ নজর রাখতে বলা হয়েছে রাজ্যের আধিকারিকদের।
  • Link to this news (প্রতিদিন)