• শীতের দেখা নাই রে..! বাড়ল দক্ষিণের তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: শীত কার্যত উধাও! আরও বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে। জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামিকাল বুধবার থেকে ফের নামতে শুরু করবে তাপমাত্রা। বুধবার থেকে তিন-চার দিনে অন্তত দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে! সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ। 

    হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার শীতের আমেজ কমবে কলকাতায়। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি থাকলেও দিনে কার্যত উধাও শীত। তাপমাত্রার ওঠা নামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। কোথাও, কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি চলে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আজ থেকেই হাওয়া বদলাবে। এরপর ধীরে ধীরে নামবে পারদ। শুক্র-শনিবার  কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ও পশ্চিমের জেলায় ১১ থেকে ১২ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পারদ।

    মঙ্গলবার সকালে কলকাতার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা কমবে।  আজ থেকেই হাওয়া বদল হবে। উত্তর-পশ্চিমের বাতাস বইবে। এই সপ্তাহে শুক্র-শনিবার নাগাদ ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার পারদ! গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি ।

    শৈলশহর দার্জিলিঙের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরবঙ্গের নিচের জেলা মালদহে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। বড়সড় কোনও পরিবর্তন নেই। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সপ্তাহান্তে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া।
  • Link to this news (প্রতিদিন)