• কনস্টেবল নিয়োগ নিয়ে সরব বিধানসভার বিরোধী দলনেতা
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: রাজ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগের লিখিত পরীক্ষায় বড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের লক্ষাধিক চাকরিপ্রার্থী রবিবার এই পরীক্ষায় বসলেও ওএমআর শিট, ওএমআপ শিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না বলে শুভেন্দুর অভিযোগ। এমনকি, ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি বলেও অভিযোগ বিরোধী দলনেতার।

    ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এই নিয়োগও টাকা নিয়ে লোক ঢোকাবে বলে দাবি করেন শুভেন্দু। যদিও তৃণমূল শুভেন্দুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। চলতি বছর যে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা নিয়েও মিথ্যাচার করেছিল বলে তৃণমূলের বক্তব্য। বিজেপির রাজ্য দপ্তরে সোমবার সাংবাদিক বৈঠকে একটি ওএমআর শিট দেখিয়ে (যার সত্যতা 'এই সময়' যাচাই করেনি) শুভেন্দু বলেন, 'যে পরীক্ষা হয়েছিল, তার ওএমআর শিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না। শিটের কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি। এর অর্থ যে কোনও দুর্নীতি করতে পারবে, ক্যান্ডিডেটের কাছে প্রমাণ থাকবে না।

    কার্বন কপিতে সিরিয়াল নম্বর নেই মানে যে কোনও সময়ে সেটা বদলানো যাবে। কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন? এটা তো পরীক্ষার্থীর কাছে থাকবে।' লক্ষ লক্ষ পরীক্ষার্থী রবিবার পুলিশের নিয়োগ পরীক্ষায় বসলেও শুভেন্দুর অভিযোগ, 'এটা বড় দুর্নীতি। খাতা বদলাবে বলে এটা করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়রা জেলে যাওয়ার পরেও এদের শিক্ষা হয়নি।' যদিও তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, 'শুভেন্দু মিথ্যাচার করতে অভ্যস্ত। এসএসসি পরীক্ষা নিয়ে মিথ্যাচার করেছিল। প্রশ্ন ফাঁসের প্রমাণ রয়েছে বলে দাবি করেছিল। শেষ পর্যন্ত কিছুই দেখাতে পারেনি।'

    যদিও পরীক্ষার্থীরা এ নিয়ে সে ভাবে সরব হননি। শুভেন্দুের মতে পরীক্ষার্থীদের উচিত ছিল হল বসে থাকা। এই পরিস্থিতিতে যদি কোনও পরীক্ষার্থী মামলা করেন, তা হলে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, 'পরীক্ষার্থীরা লিগাল সাপোর্ট চাইলে আইনজীবীর ফিজ় জোগাড় করে দেবো। ওঁরা আইনজীবী দিতে বললে প্রবীণ আইনজীবীদের কাছে যাব।'

  • Link to this news (এই সময়)