• ‘সঞ্চার সাথী’ অ্যাপ ইনস্টল কি বাধ্যতামূলক? তরজার মুখে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়ে বিতর্ক শুরু হতেই অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। এই প্রসঙ্গে মঙ্গলবার টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, ‘ফোনে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল মোটেও বাধ্যতামূলক নয়।’ শুধু তাই নয়, তিনি বলেন, এর ব্যবহার সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছার উপর নির্ভরশীল।

    স্মার্টফোন ব্যবহারকারীদের ‘নিরাপত্তা’ জোরদার করতে রাষ্ট্রায়ত্ত সাইবার সিকিউরিটি অ্যাপ ‘সঞ্চার সাথী’-কে দেশের সমস্ত ফোনে প্রি-ইনস্টল করার নির্দেশ সামনে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়। প্রথমে দাবি করা হয়েছিল ফোন থেকে ডিলিট করা যাবে না এই অ্যাপ। সেই নিয়েই মূলত আপত্তি তোলেন বিরোধীরা। সেই বিষয়ে ধোঁয়াশা দূর করে এ দিন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘চাইলে ব্যবহারকারীরা ফোন থেকে অ্যাপটি নিস্ক্রিয় করতে পারবেন। আবার প্রয়োজন মতো সক্রিয়ও করে নেওয়া যাবে। দরকার পড়লে ডিলিটও করে দেওয়া যাবে সঞ্চার সাথী অ্যাপ।’

    সোমবার সামনে আসে মোদী সরকারের নির্দেশিকা। যেখানে জানানো হওয়া ভারতে বিক্রি হওয়া সব নতুন স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে রাষ্ট্রায়ত্ত সাইবার সিকিউরিটি অ্যাপ ‘সঞ্চার সাথী’ প্রি-ইনস্টল করে দিতে হবে। ইউজ়াররা চাইলেও স্মার্টফোন থেকে এই অ্যাপ আর ডিলিট করা যাবে না। এই পয়েন্ট নিয়েও সবচেয়ে বেশি আপত্তি তোলেন বিরোধীরা। তাঁরা সন্দেহ প্রকাশ করেন, এই অ্যাপ আসলে স্পাই অ্যাপ। অনেকেই সঞ্চার সাথী অ্যাপের সঙ্গে কুখ্যাত পেগাসাস স্পাইওয়্যারের (Pegasus) তুলনা টানেন।

    সেই প্রসঙ্গে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সিন্ধিয়া বলেন, ‘সঞ্চার সাথী আপনি আপনার ফোনে রাখতে চাইলে রাখুন। যদি আপনি এটি না রাখতে চান, তবে ডিলিট করে দিন। উদাহরণস্বরূপ বলি, যখন আপনি একটি ফোন কিনবেন, তখন তাতে আগে থেকে অনেক অ্যাপ ইনস্টল করা থাকে। গুগল ম্যাপও থাকে। এ বার, আপনি যদি গুগল ম্যাপ ব্যবহার করতে না চান, তাহলে ডিলিট করে ফেলুন।’

    উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল ম্যাপ মুছে ফেলা যায় না। তবে এটি নিস্ক্রিয় করা যায়। তবে আইফোন থেকে গুগল ম্যাপ মুছে ফেলা সম্ভব।

  • Link to this news (এই সময়)