শীতের আমেজ পড়ার সঙ্গেই উদ্বেগ বাড়ছে দিল্লির বাতাসের গুণমান নিয়ে। সপ্তাহের শুরুতে দিল্লির AQI সামান্য উন্নতি হলেও মঙ্গলবার ফের খারাপ হয়ে গিয়েছে। এ দিন দিল্লির AQI ৩৩১, যা ‘অত্যন্ত খারাপ’ শ্রেণির মধ্যে পড়ছে। যার জেরে উদ্বেগ বাড়ছে দিল্লিবাসীর।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজধানীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI) ছিল ৩৩১। এ ছাড়াও, বাওয়ানায় ৩৮৭, আনন্দ বিহারে ৩৮১, ওয়াজিরপুরে ৩৬২, বুরারিতে ৩৬১ এবং আর কে পুরমে ৩৫৬— সব এলাকার AQI ‘অত্যন্ত খারাপ’ শ্রেণিতে রয়েছে।
CPCB জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দূষণের মাত্রা তুলনামূলক ভাবে কম। তবে সেখানকার AQI ২৬৯, যা ‘খারাপ’ শ্রেণির মধ্যে পড়ছে। CPCB- তথ্য অনুযায়ী, AQI যদি ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকে, তবে সেই বাতাসকে ‘মারাত্মক’ বলা হয়। ৩০০ থেকে ৪০০ পর্যন্ত ‘খুব খারাপ’, ২০১ থেকে ৩০০‘খারাপ’। ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ৫১ থেকে ১০০-কে ‘সন্তোষজনক’ এবং ০ থেকে ৫০-কে ‘ভালো’ বলা হয়।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে দূষণের মাত্রা তুলনামূলকভাবে কম থাকলেও, সেখানকার AQI ২৬৯ থাকায় সেটিও 'খারাপ' শ্রেণিতেই রয়েছে। সিপিসিবি-র মাপকাঠি অনুযায়ী, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে AQI থাকলে সেই বাতাসের গুণমানকে 'অত্যন্ত খারাপ' ধরা হয়।
মঙ্গলবার সকালে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঢেকে গিয়েছিল ঘন ধোঁয়াশার চাদরে। ইন্ডিয়া গেট থেকে কর্তব্য পর্যন্ত এলাকায় AQI পৌঁছে যায় ৩৭০। MB রোড এবং তুঘলকাবাদের অবস্থাও প্রায় একই রকম। এই দুই অঞ্চলের AQI ছিল ৩০২।
এক দিকে, জেঁকে বসছে শীতকাল। অন্যদিকে তার সঙ্গেই উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির বাতাসের গুণমান। আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।