SIR-এর কাজে অতিরিক্ত চাপের অভিযোগ তুলে যে BLO-রা আত্মঘাতী হয়েছেন, তাঁদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। BLO-দের পাশাপাশি SIR আতঙ্কে মারা গিয়েছেন বা আত্মঘাতী হয়েছেন এমন ব্যক্তির পরিবারকেও ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্ন থেকে এই ঘোষণা করেন তিনি।
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-আতঙ্কে যাঁদের মৃত্যু বলে অভিযোগ উঠেছে, তাঁদের পরিবারকেও ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে দেওয়া হবে ১ লক্ষ টাকা।
এ দিন মমতা বলেন, ‘প্রতিটি জীবন অত্যন্ত মূল্যবান। আমরা সমবেদনা জানাই। আমি যতদূর জানি, এখনও ৩৯ জন মারা গিয়েছেন। ১৩ জন এখনও হাসপাতালে সিরিয়াস অবস্থায় আছেন। ৩ জন আত্মহত্যা করতে গিয়েছিলেন, শারীরিক অবস্থা সিরিয়াস। সকলকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। আমাদের সরকার তাঁদের দুর্দিনে পাশে আছে। জানি আমাদের টাকা নেই। তবে মহিলারা সংসারও চালায়, আবার সরকারও যখন চালায় তখন লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কী ভাবে ম্যানেজ করতে হয়, তা জানে। আমরা করছি।’