• জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
    আজকাল | ০২ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তিন দিনের ঝটিকা সফরে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলায় এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।

    কলকাতা থেকে হেলিকপ্টারে তিনি বহরমপুরে এসে পৌঁছন। এদিন রাতে মুখ্যমন্ত্রী বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করবেন। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে যাবেন মালদা জেলায়।

    সেখানে তিনি একটি জনসভায় বক্তব্য রাখবেন। মালদার সভা শেষ করে মুখ্যমন্ত্রীর ফের হেলিকপ্টারে করে বহরমপুরে ফিরে আসার কথা রয়েছে বলে প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে।

    বৃহস্পতিবার  দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে একটি জনসভায় বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলায় আগমনকে কেন্দ্র করেই ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

    এর পাশাপাশি  বহরমপুর শহরকে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার, ফ্লেক্স এবং ব্যানারে দিয়ে  ভরিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী সভায় বহরমপুর স্টেডিয়ামে দেড় লক্ষ মানুষের জমায়েত করা হবে। 

    তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বহরমপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের কয়েকজন শীর্ষ আধিকারিক এবং তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন।

    মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কোনও বৈঠক না থাকলেও  জেলা প্রশাসনের আধিকারিকরা উন্নয়নের সমস্ত খতিয়ান মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য  নিজেদের প্রস্তুতি সেরে রেখেছেন বলেও জানা গিয়েছে। 

    মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা জানান, মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর  সূচি যখন ঠিক হয় সেই সময় আমরা জানতাম এসআইআরের  শেষ দিন মুখ্যমন্ত্রী আমাদের জেলায় আসছেন।

    সেই কারণে তিনি এই জেলা থেকে রাজ্যবাসীকে কী বার্তা দেন সেদিকে সকলের নজর ছিল। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তীকালে এসআইআর-এর এনুমারেশন ফর্ম  জমা দেওয়ার দিনক্ষণের কিছু পরিবর্তন করা হয়েছে।

    জেলা তৃণমূল নেতৃত্ব মনে করছেন, সংখ্যালঘু অধ্যুষিত  মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে আগামী বছরের ভোটের জন্য বড় কোনও দিশা থাকতে পারে। 

    তৃণমূল নেতারা আশাবাদী মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর প্রশাসনিক না হলেও জনসভা থেকে তিনি মুর্শিদাবাদবাসীর জন্য বড় কিছু ঘোষণাও করতে পারেন। 

    জেলার একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক জানিয়েছেন, বিরোধী একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে ওয়াকফ সংশোধনী আইনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে  বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। 

    ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন,"ওয়াকফ সংশোধনী আইনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ভূমিকা নিচ্ছেন তাতে ওই সম্পত্তিতে মুসলিমদের অধিকার আরও সুনিশ্চিত হবে। বেসরকারি লোকেদের হাত থেকে ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত হবে।" তিনি জানান,"আগামী বছরের  বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের কী  নির্দেশ দেন তা শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। বৃহস্পতিবারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের যে আদেশ দেবেন  তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। ২০২১-এর নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় ২০ টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। আগামী বছরের বিধানসভা নির্বাচনে আমরা জেলার ২২ টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ব।" তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বলেন, বহরমপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী এসআইআর এবং ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এই  জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কী  বার্তা দেন  তা শোনার জন্য জেলাবাসী  অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর পাশাপাশি  আগামী বছরের নির্বাচনের আগে  ২০২৫ সালের জন্য এটাই সম্ভবত মুখ্যমন্ত্রীর শেষ মুর্শিদাবাদ সফর হতে চলেছে। তাই  এই জেলার উন্নয়নের জন্য তাঁর কাছ থেকে কী  পাওয়া যায় সেদিকেও সকলের নজর রয়েছে। বহরমপুর থেকে জলঙ্গি হয়ে নদিয়ার করিমপুর পর্যন্ত এবং বহরমপুর থেকে লালগোলা হয়ে ওমরপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও সংস্কার মুখ্যমন্ত্রীর ঘোষণায় থাকে কিনা তা জানার জন্য  অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
  • Link to this news (আজকাল)