• ট্রেনে মহিলা যাত্রীদের অশ্লীল অঙ্গভঙ্গি! অভিযুক্তকে গণধোলাই, চাঞ্চল্য
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতের লোকাল ট্রেনে মহিলাদের হেনস্তা! দত্তপুকুর লোকালে এক ব্যক্তি, মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ। অভিযুক্তকে হাতেনাতে ধরে চলল গণধোলাই। পোস্টে বেঁধে রাখার পর মারধরও করা হয় তাকে। পরবর্তীতে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে। গতকাল, সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রের খবর, দত্তপুকুর লোকাল ছাড়ার আগে ট্রেনের মধ্যে যখন যাত্রীরা বসেছিলেন তখন ওই ব্যক্তি জানলার পাশে বসে থাকা মহিলাযাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন বলে অভিযোগ।বিষয়টি দেখে বেজায় চটে যান মহিলারা। কয়েকজন মহিলা যাত্রী ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে ধরে ফেলে। তারপরেই বেধড়ক মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরাও ওই ব্যক্তিকে মারধর করতে থাকে। প্ল্যাটফর্মের উপরে তাকে বিদ্যুতের পোস্টে বেঁধে রেখে চলে গণধোলাই। খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও বিষয়টিকে কেন্দ্র করে যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
  • Link to this news (বর্তমান)