হাওড়ার ব্যাঁটরায় বাজির শেল ফেটে জখম শিশু, ভর্তি হাসপাতালে
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ, মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরা থানার ভোলানাথ কবিরাজ লেনে বাজির শেল ফেটে জখম হল এক শিশু। এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল বেশ কয়েকজন শিশু। তখন মাঠের ধারে পড়ে থাকা একটি বাজির শেল দেখতে পায় তারা। শিশুরা খেলার ছলে সেটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর আচমকাই ওই বাজিটি বিকট শব্দ করে ফেটে যায়। এই ঘটনায় গুরুতর জখম হয় রৌশন সিং (৯)। তার ডান হাত এবং ডান চোখ গুরুতরভাবে জখম হয়েছে।ঘটনার পরই তড়িঘড়ি আশঙ্কাজক অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, গতকাল ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ফলে তারাই কোনওভাবে ওই শেলটি ফেলে গিয়েছিল। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে অকুস্থলে গিয়েছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।