• ‘অতিরঞ্জিত, রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা’, SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উড়িয়ে ‘সুপ্রিম’ হলফনামা কমিশনের
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR নিয়ে যাবতীয় অভিযোগ নাকি অতিরঞ্জিত এবং রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই দাবি করল নির্বাচন কমিশন। বাংলা-সহ একাধিক রাজ্যের SIR (SIR in Bengal) নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানাল, SIR প্রক্রিয়ায় কোনও ত্রুটিবিচ্যুতি নেই।

    সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও-রাজ্যজুড়ে রোজ বেড়ে চলা মৃত্যুমিছিলে কমিশনের কী মতামত, তার ইঙ্গিত মিলেছিল শুক্রবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে। এবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে তারা স্পষ্ট করে দিল অবস্থান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ দোলা সেনের দায়ের করা মামলায় কমিশন জানাল, বাংলায় ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া ঘিরে যে অভিযোগ উঠেছে, তা ‘অতিরঞ্জিত’ এবং ‘রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা’।

    ২৪ জুন ও ২৭ অক্টোবর এসআইআর (SIR in Bengal) সংক্রান্ত নির্দেশ চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেসের তরফে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দোলা সেন। কমিশনের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে কমিশনকে নির্দেশ দেয় কোর্ট। সোমবারের মধ্যে বক্তব্য নিজেদের বক্তব্য জানাতে কমিশনকে নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী সোমবার আদালতে হলফনামা জমা দেয় কমিশন। সেই হলফনামায় বলা হয়েছে, তামিলনাড়ুর প্রায় ৯৬ শতাংশ, বাংলার প্রায় ৯৮ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। দুই রাজ্যে ইতিমধ্যেই সিংহভাগ এনুমারেশন ফর্ম ফেরতও পেয়েছে কমিশন।

    হলফনামায় কমিশন স্পষ্ট বলেছে ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী, কমিশন যেভাবে ঠিক মনে করবে, সেভাবেই SIR প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকবার এই প্রক্রিয়া হয়েছে। কমিশনের সাফ কথা, “বিরোধীরা যে বলছে গণহারে ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, সেই অভিযোগ ভুল ও অতিরঞ্জিত।”
  • Link to this news (প্রতিদিন)