• ৯০০ কোটির সম্পত্তি রাঁচির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের! ৩ রাজ্যজুড়ে ইডির তল্লাশিতে উদ্ধার বিপুল নগদ
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের (সিএ) একাধিক ঠিকানায় টাকার পাহাড়! মঙ্গলবার সকালে রাঁচির বাসিন্দা সিএ নরেশকুমার কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালিয়ে চোখ কপালে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির। হদিশ মিলল ৯০০ কোটি টাকার বিপুল সম্পত্তির। রাঁচির পাশাপাশি কেজরিওয়ালের মুম্বই, সুরাটের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন তদন্ত উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা।

    ইডির তরফে জানা যাচ্ছে, নরেশ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। নামে-বেনামে তাঁর পরিবারের বহু সদস্যের বিপুল সম্পত্তি ছড়িয়ে রয়েছে দেশের ৩ রাজ্যে। এই ঘটনার তদন্তে নেমে কেজরিওয়ালের বিরুদ্ধে আর্থিক তছরুপ ও বিদেশি মুদ্রা আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি দায়ের হয় আয় বহির্ভূত সম্পত্তির মামলাও। আয়কর দপ্তরের থেকে সেই মামলা ইডির হাতে আসে। এরপরই আঁটঘাট বেঁধে তল্লাশিতে নামেন তদন্তকারীরা।

    তদন্তে নেমে ইডির আধিকারিকরা কেজরিওয়ালের বিপুল সম্পত্তির হদিশ পান। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অন্তত ৯০০ কোটি টাকার সম্পত্তির মালিক অভিযুক্ত। কীভাবে তিনি এই সম্পত্তির মালিক হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের তরফে জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহি, নাইজেরিয়া এবং আমেরিকায় বেনামে বহু সম্পত্তি রয়েছে অভিযুক্তের। এছাড়া ১৫০০ কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। বিদেশে অভিযুক্তের কোথায় কত সম্পত্তি রয়েছে, তার বাজারদরই বা সব খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত নরেশকে হেফাজতে নিতে তাঁকে জিজ্ঞাসাবাদও করতে চান ইডি আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)