জানা গিয়েছে, সোমবার রাত ১.৫৬ নাগাদ কুয়েত থেকে আকাশে উড়েছিল ইন্ডিগোর (6E-1234) বিমান। গন্তব্য ছিল হায়দরাবাদ। আকাশে ওড়ার কিছুক্ষণ পর একটি হুমকি ইমেল আসে হায়দরাবাদ বিমানবন্দরে। দাবি করা হয়, কুয়েত থেকে হায়দরাবাদগামী ওই বিমানে রয়েছে মানব বোমা। সঙ্গে সঙ্গে প্রোটকল মেনে হাই অ্যালার্ট জারি করা হয়। হায়দরাবাদের পরিবর্তে বিমানের গতিপথ বদলে জরুরি অবতরণ করানো হয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার সকাল ৮টা ১০ নাগাদ বিমানটি অবতরণ করে মুম্বইয়ে।
তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, বিমানটি অবতরণের পর সক্রিয় হয়ে ওঠেন নিরাপত্তাকর্মীরা। বিমান পার্কিং জোনে নিয়ে গিয়ে যাত্রী ও ক্রু সদস্যদের নামিয়ে শুরু হয় তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি বম্ব স্কোয়াড গোটা বিমানের তল্লাশি চালায়। তল্লাশিতে কিছু উদ্ধার হয়েছে কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
অবশ্য বিমানে বোমাতঙ্কের এই ধরনের ঘটনা প্রথমবার নয়, গত ২৩শে নভেম্বর একই রকম একটি ঘটনা ঘটে। সেবার বাহরাইন থেকে হায়দরাবাদগামী একটি বিমান বোমা হামলার হুমকি পাওয়ার, সেটিকে মুম্বইতে ঘুরিয়ে দেওয়া হয়। পরে পুলিশি তদন্তে জানা যায় ভুয়ো হুমকি দিয়েছিল কেউ বা কারা। এক্ষেত্রেও তেমনই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।