সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর গাফিলতির অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। সুরক্ষা সংক্রান্ত শংসাপত্র (Safety Certificate) ছাড়াই মাসভর যাত্রী পরিষেবা দিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। গুরুতর এই অভিযোগ সামনে আসার পর কড়া পদক্ষেপ করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে এয়ার ইন্ডিয়ার একাধিক কর্মীকে। এই ঘটনায় বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (DGCA)-এর কাছে রিপোর্ট করা হয়েছে।
জানা গিয়েছে, বিমান সংস্থার অভ্যন্তরীণ পর্যবেক্ষণ চলাকালীন নজরে আসে বিষয়টি। জানা যায়, গত নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার A320 বিমান বৈধ সুরক্ষা সার্টিফিকেট ছাড়াই একাধিকবার যাত্রী-সহ আকাশে ওড়ে। এবং যাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় নিয়ম না মানা এবং যাত্রী সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করার অভিযোগে ওই বিমানের সঙ্গে জড়িত সমস্ত কর্মী আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিষয়টি নজরে আসার পরই ডিজিসিএ-কে রিপোর্ট করা হয়েছে। অভিযুক্ত কর্মীদের এই বিষয়ে জবাবদিহি করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, যাত্রী পরিষেবা দেওয়ার উপযুক্ত কিনা তা খতিয়ে দেখে প্রতিটি বিমানকে দেওয়া হয় সুরক্ষা সার্টিফিকেট। এক বছরের জন্য বৈধ এই সার্টিফিকেট দেওয়ার আগে বিমানের অবস্থা এবং রেকর্ডগুলির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয়। বিমানের সুরক্ষা ব্যবস্থা, রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে কিনা সেটাও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়। নিয়ম অনুযায়ী, প্রতি বছর পরিষেবা দেওয়া প্রতিটি বিমানকে এই সার্টিফিকেট নিতে হয়।
তবে রিপোর্ট বলছে, এয়ারবাস A320 সেই নিয়ম লঙ্ঘন করে। সুরক্ষা সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার পর সার্টিফিকেট ছাড়াই নভেম্বর মাসে এই বিমানতি একাধিকবার পরিষেবা দিয়েছিল। এই ঘটনায় আধিকারিকদের সাসপেন্ড করার পাশাপাশি তদন্ত শুরু করল এয়ার ইন্ডিয়া।