• ৩ দিন ধরে নিখোঁজ, ডানকুনির বন্ধ ঘরে উদ্ধার যুবকের পচাগলা দেহ, খুন না অন্য কিছু?
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: তিনদিন নিখোঁজ। মঙ্গলবার ভাড়াবাড়ি থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে ডানকুনিতে। কী করে যুবকের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নাভনীত ঝাঁ, বয়স ৩৩। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। বাড়িভাড়া নিয়ে থাকতেন ডানকুনি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে। তিনদিন আগে যুবককে শেষবার দেখেন স্থানীয়রা। রবিবার সকালে বাড়ির মালিক রাজু সেনগুপ্ত এসে ভাড়াটিয়ার খোঁজ করেন। কিন্তু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। ডানকুনি থানার পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকেন। তদন্তকারীরা দেখেন ঘরের শৌচাগারে ওই যুবকের দেহ পড়ে রয়েছে মৃতদেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি পুরসভার উপপুর প্রধান প্রকাশ রাহা। তিনি বলেন, “মনে হচ্ছে দু’ই-তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত ব্যক্তির বাড়ি আসানসোলে। সেখানকার থানার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।” পুলিশের প্রাথমিক অনুমান, দুই দিন আগেই যুবকের মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)