সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৫ বছরের সরকারি খতিয়ান তুলে ধরে মঙ্গলে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর দেড়টা থেকে তা হওয়ার কথা। সমস্ত দপ্তরের উন্নয়নের কাজ জনসমক্ষে তুলে ধরা হবে বলে খবর। সূত্রের খবর, আর এই কাজ সেরে এদিনই জেলা সফরে রওনা হবেন মুখ্যমন্ত্রী। তিনদিনের মালদহ, মুর্শিদাবাদ সফরে বুধ ও বৃহস্পতিবার তিনি জনসভা করবেন। তারপর কলকাতায় ফিরবেন। আবার ৯ ডিসেম্বর কোচবিহারে জনসভা করতে যাবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এসআইআর নিয়ে শাসকদল-নির্বাচন কমিশনের দ্বন্দ্বের মাঝে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে এসব জনসভা কার্যত রাজনৈতিক প্রচার বলেই মনে করা হচ্ছে। সেইসঙ্গে এসআইআর নিয়ে কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেও নজর সকলের।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলেই মালদহের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার গাজোল ময়দানে জনসভা রয়েছে তাঁর। পরদিন, বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুই জনসভায় এসআইআর, বাংলাভাষীদের আক্রান্ত হওয়া, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু তুলে কেন্দ্রের প্রতি আক্রমণাত্মক ভাষণ দেবেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। সেই বার্তা শুনতে মুখিয়ে দলের নেতা-কর্মী থেকে আমজনতা, সকলেই।
উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে মালদহ অধরাই থেকে গিয়েছে তৃণমূলের। এই জেলার দুটি লোকসভা কেন্দ্রের একটিতে বিজেপি, আরেকটিতে কংগ্রেস জিতেছে। এছাড়া এই জেলায় তৃণমূলের শীর্ষ নেতাদের মধ্যে এখনও বিস্তর দ্বন্দ্ব রয়েছে। যা মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে। রাজনৈতিক মহলের মত, ছাব্বিশের ভোটে তার প্রভাব যাতে একবিন্দুও না পড়ে, সেই কারণে এত আগে থেকে তৃণমূল সুপ্রিমো নিজে জেলায় গিয়ে বার্তা দেবেন। এছাড়া মুর্শিদাবাদও নানা সমস্যায় জর্জরিত। চলতি বছর ধুলিয়ানের সাম্প্রদায়িক অশান্তির জের গড়িয়েছিল বহু দূর। শক্ত হাতেই তা সামলেছিলেন সেখানকার দুই তৃণমূল বিধায়ক। এলাকায় শান্তি বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর গুরুত্বপূর্ণ।