• ‘ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চে নিয়ে নেবে, চালাকি বুঝি’, ফের কেন্দ্রকে তোপ মমতার
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের পাওনা ১ কোটি ৮৭ লক্ষ হাজার কোটি টাকা। হাই কোর্ট, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারপরও এখনও দিল্লি পাওনা টাকা দিচ্ছে না। আরও একবার এই বিষয়ে কেন্দ্রকে দুষলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ওই টাকা কেন্দ্র নিয়ে নিতে পারে। সেই আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের চালাকি ধরা পড়ে গিয়েছে বলে খোঁচা দিলেন মমতা।

    আজ, মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন। এই ১৫ বছরের কাজের খতিয়ান প্রকাশ করল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়ন যজ্ঞ চলছে। কৃষি, কর্ম সংস্থান, স্বাস্থ্যক্ষেত্রে বিপুল উন্নয়নের বার্তা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করেছে বলে অভিযোগ। রাজ্য নিজের টাকায় উন্নয়ন করছে প্রতি বছর। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের থেকে বাংলার পাওনা ১ কোটি ৮৭ লক্ষ হাজার কোটি টাকা। বহু দাবি, চিঠি-চাপাটির পরও সেই টাকা দেওয়া হয়নি! কলকাতা হাই কোর্ট, সুপ্রিম কোর্টও পাওনা টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। তারপরও এখনও এই বিষয়ে দিল্লি কুলুপ এঁটেছে রয়েছে বলে খবর। এদিন আরও একবার কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

    আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ফেব্রুয়ারি মাসে পাওনা টাকা কেন্দ্র দিতে পারে। আবার মার্চ মাসে ওই টাকা ফেরতও নিয়ে নিতে পারে, সেই আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। প্রতি অর্থনৈতিক বছরে টাকা খরচ করতে না পারলে, ওই টাকা ফেরত চলে যায়। এত কম সময়ে কেন্দ্র টাকা দিয়ে খরচ করতে না পারার অভিযোগ তুলে তা ফেরত নিতে পারে। এই চালাকি এখন বোঝা যায়। সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের প্রকল্পগুলিতে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। সেই নিয়ে ফের তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

    রাজ্যের প্রকল্পগুলিকে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে দীর্ঘদিনের অভিযোগ। পানীয় জল, সড়ক, আবাস থেকে একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। তারপরও রাজ্যে উন্নয়ন চলছে। এই মুহূর্তে রাজ্যে মুরগির দামও অনেকটাই বেশি। সেজন্যও কেন্দ্রের প্রতি ক্ষোভ জানিয়েছেন মমতা। “ভোটের আগে ১০ হাজার, ভোটের পরে বুলডোজার”, সেই কটাক্ষও এদিন করেছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)