• চুরি যাওয়া তালায় ‘বন্দি’ বাবার স্মৃতি, ফিরে পেতে থানায় ছুটল ছেলেরা, ১ হাজার টাকা পুরস্কারও ঘোষণা
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • হারিয়ে যাওয়া তালা ফিরে পেতে থানায় হাজির হলেন দুই ব্যক্তি। যিনি সেই তালা ফিরিয়ে দেবেন, ১ হাজার টাকা পুরস্কারও দেবেন বলেও ঘোষণা তাঁদের। অনেকেরই মনে হতে পারে, এ আবার কেমনতর পাগলামো? পাগলামোই বটে। তবে এ পাগলামো বাবার স্মৃতি আগলে রাখার সবরকম চেষ্টা করে যাওয়া দুই ছেলের। এই আবেগ বাবা-ছেলের চিরন্তন সম্পর্কের চিরকালীন আবেগ। বীরভূমের সিউড়ির ঘটনা।

    সিউড়ি টিন বাজারে মোবাইল ফোন-সহ অন্যান্য জিনিসের রিপেয়ারিংয়ের দোকান কুতুবউদ্দিন মৃধা, তাজ মৃধার। কুতুবউদ্দিন জানান, শনিবার রাতে দোকান বন্ধ করার জন্য ৩টি তালা বার করে টেবিলের উপর রাখেন। জিনিস গুছিয়ে বেরিয়ে দেখেন, একটি তালা উধাও।

    তাজউদ্দিন, কুতুবউদ্দিনরা জানান, বাবা ইউসুফ মৃধা এই তালাগুলি তৈরি করেন। প্রায় ৫০ বছর আগে তৈরি করা হয় এই তালা। দাম পড়েছিল ৮৫.৭৫ টাকা। যার বর্তমান বাজার মূল্য হয়ত ৭০০-৮০০ টাকাও হতে পারে। তালাটি সম্পূর্ণ পিতল দিয়ে তৈরি এবং ওজন ৭৯৬ গ্রাম। তালার মধ্যে খোদাই করা আছে দোকানের নামও। খোদাই করা রয়েছে দামও।

    কুতুবউদ্দিনের কথায়, ‘বহু পুরোনো এই তালা। বাবা আলিগড় থেকে আসা কারিগর দিয়ে তৈরি করিয়েছিলেন। ৪২-৪৫ বছর আগে হবে। আরও পুরোনোও হতে পারে। পুরো পিতলের তৈরি। এই তালার সঙ্গে বাবার স্মৃতি জড়িয়ে। কেউ হয়তো ৫০-১০০ টাকায় বিক্রি করে দেবে এটা। তবে আমাদের কাছে এর অনেক দাম।’ একই দাবি তাজউদ্দিনেরও। মঙ্গলবার সিউড়ি থানার দ্বারস্থ হন তাঁরা।

    পুলিশ দোকান মালিককে পাশে বসিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তবে তাতে কোনও ক্লু মেলেনি। সংবাদমাধ্যমে তাজউদ্দিন বলেন, ‘যে নিয়ে গিয়েছে, সে যদি তালাটা ফেরত দিয়ে যায়, আমি এক হাজার টাকা মিষ্টি খেতে দেবো।’

    সিউড়ি থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘তালা চুরির জন্য কেউ পুলিশের দ্বারস্থ হয়েছে, আমার কর্মজীবনে এমন ঘটনা কখনও দেখিনি। তবে বাবার স্মৃতির প্রতি তাঁদের যে আবেগ দেখলাম, চেষ্টা করব, তালা যাতে পাওয়া যায়।’

  • Link to this news (এই সময়)