• শিয়ালদহ–কল্যাণী রুটে নতুন AC লোকাল, কবে থেকে চালু? কখন ছাড়বে? দেখে নিন টাইমটেবিল
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • পূর্ব রেলের শিয়ালদহ–কল্যাণী রুটে চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন। শিয়ালদহ– কৃষ্ণনগর শাখায় যে এসি লোকাল ছিল, সেই ট্রেনের পরিষেবা এ বার থেকে পাওয়া যাবে রবিবারও। শিয়ালদহ–কল্যাণী এসি লোকালটি চালু হতে চলেছে ৪ ডিসেম্বর থেকে এবং শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকালটি রবিবারেও চলা শুরু করবে ৭ ডিসেম্বর থেকে। রেল কর্তৃপক্ষের দাবি, এর ফলে প্রতিদিন বহু যাত্রী উপকৃত হতে চলেছেন। শিয়ালদহ–কল্যাণী রুটে এসি লোকাল চালু হলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, এআইআইএমএস, কল্যাণীতে চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগী, কল্যাণী সংলগ্ন শিল্প, প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকায় যাতায়াতকারী কর্মজীবীদের সুবিধা হবে।

    ট্রেনটি সোম থেকে শনিবার পর্যন্ত চলবে। শিয়ালদহ থেকে ট্রেনটি রওনা দেবে বিকেল ৩টে ৩৫ মিনিটে। তা কল্যাণীতে পৌঁছবে বিকেল ৪টে ৫২ মিনিটে। কল্যাণী থেকে ট্রেনটি রওনা দেবে বিকেল ৫টা ২ মিনিটে এবং তা শিয়ালদহে এসে পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

    এ বার থেকে রবিবারেও চলবে ট্রেন। ৭ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে। রবিবার শিয়ালদহ–কৃষ্ণনগর লোকালের গাড়ি সংখ্যা ৩১৮৪৭/ ৩১৮৪৮ । শিয়ালদহ থেকে রওনা দেবে সকাল ১১টা ৫৫ মিনিটে। কৃষ্ণনগর পৌঁছবে ২টো ১১ মিনিটে। কৃষ্ণনগর থেকে রওনা দেবে বিকেল ৪টা ৫ মিনিটে। শিয়ালদহে পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। স্টপেজগুলি হলো- বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদা ও রানাঘাট।

    নতুন এসি লোকাল পরিষেবার পাশাপাশি বিবাদী বাগ (কলকাতা) থেকে ছাড়া একটি নন-এসি লোকাল এ বার থেকে কল্যাণী পর্যন্ত চলবে। ফলে বহু যাত্রীর সুবিধা হবে বলে জানা যাচ্ছে। নতুন পরিষেবা এবং বর্তমানে যে পরিষেবা রয়েছে, সব মিলিয়ে কল্যাণীর দিকে সপ্তাহে সাত দিনই মোট তিনটি এসি লোকালের পরিষেবা থাকবে।

  • Link to this news (এই সময়)