• মাঠে ব্যাডমিন্টনে মত্ত ছিল কচিকাঁচারা, হঠাত্ বিকট শব্দ, মাটিতে পড়ে ছটফট করতে লাগল শিশু...
    ২৪ ঘন্টা | ০৩ ডিসেম্বর ২০২৫
  • দেবব্রত ঘোষ: খেলতে গিয়ে বিস্ফোরণে মারাত্মক আহত হল এক শিশু। হাওড়ার ব্যাটরা থানা এলাকার ঘটনা। ওই বিস্ফোরণ কী ধরনের বিস্ফোরক থেকে তা খতিয়ে দেখছে পুলিস। ডাকা হয়েছে ফরেন্সিক টিমকে।

    সোমবার ব্যাটরা থানা থেকে একশো মিটার দূরে ভোলানাথ কবিরাজ লেনের ঘটনা। বিকেল তিনটে নাগাদ স্থানীয় একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল একদল কচিকাঁচা। হঠাত্ করে বিকট শব্দ। ধোঁয়া সরতেই দেখা গেল মাটিতে পড়ে ছটফট করছে একটি শিশু।

    স্থানীয়দের বক্তব্য ওই শিশুর নাম রৌশন সিং। বয়স ৯ বছর। বোমা বিস্ফোরণে তার ডান হাত ও ডান চোখে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই তার চিকিত্সা চলছে। রৌশনের মায়ের বক্তব্য, কীভাবে ওই বিস্ফোরণ ঘটল জানি না। 

    খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। কীভাবে ওই বিস্ফোরণ তা নিয়ে তদন্ত করছে ব্যাটরা ও হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। এদিন সন্ধেয় পুলিসের তরফে জানিয়ে দেওয়া হয়, কিশোর রৌশন সিং একটি আতসবাজি ফাটানোর চেষ্টা করে। কয়েকবার চেষ্টা করে সে বাজিটিতে আগুন ধরাতে পারেনি। শেষপর্যন্ত খুব কাছ থেকে সেটিতে আগুন দেয় এবং বাজিটি ফেটে যায়। এতেই তার হাত ও চোখ ক্ষতিগ্রস্থ হয়। তাঁকে তৎক্ষণাৎ হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে আর. জি. কর মেডিক্যাল কলেজে রেফার করা হয়।  পুরো ঘটনাটির তদন্ত সঙ্গে সঙ্গেই শুরু করা হয়। পুলিস ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং সেখানে প্রহরী মোতায়েন করেছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি একটি দলকেও তলব করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি খুব কাছ থেকে আতসবাজি পোড়ানোর ফলেই হয়েছে বলে মনে করা হচ্ছে।

  • Link to this news (২৪ ঘন্টা)