বাস-ট্রাকের সংঘর্ষে দাউদাউ আগুন, উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ঝলসে মৃত ৩
প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের বলরামপুরে ভয়াবহ পথদুর্ঘটনা (Uttar Pradesh Accident)। বাস এবং ট্রাকের সংঘর্ষ। লাগল আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বাসের তিন যাত্রীর। আহত হয়েছেন আরও ২৪ জন। সোমবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, এদিন রাতে বাসটি সোনাউলি থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। বাসযাত্রীরা প্রত্যেকেই ছিলেন নেপালের নাগরিক। অন্যদিকে, শীতের পোশাক বোঝাই ট্রাকটি অসমের উদ্দেশে রওনা দিয়েছিল। ফুলওয়ারিয়া সেতুর কাছে আচমকা বাস এবং ট্রাকটির সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি একটি ‘হাই টেনশন’ তারের সংস্পর্শে আসে। তারপরই শর্ট সার্কিট হয় এবং আগুনের গ্রাসে চলে যায় গোটা বাসটি। বিকট শব্দ এবং যাত্রীদের আর্তনাদ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। প্রাণ বাঁচাতে বাসের জানলা ভেঙে বেরোন যাত্রীরা। তবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন জন যাত্রীর। আহত হয়েছেন ২৪ জন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। ফলে তাঁদের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কিন্তু কী কারণে দুর্ঘটনাটি (Uttar Pradesh Accident) ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। সংঘর্ষের জেরে দুমড়ে-মুচড়ে গিয়েছে ট্রাকটি।