দিল্লিতে গিয়ে বিজেপি ‘হাইকমান্ডে’র সঙ্গে সাক্ষাৎ, এনডিএ’তে যাচ্ছেন ক্ষুব্ধ হেমন্ত!
প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এনডিএতে যাচ্ছেন হেমন্ত সোরেন! এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে কান পাতলে। সূত্রের খবর, সম্প্রতি স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন হেমন্ত। বিহার নির্বাচনে মহাগটবন্ধনের ভরাডুবির মধ্যেই নাকি সেই সাক্ষাৎ হয়েছে। তারপর থেকেই জল্পনা চলছে, হাত ছেড় এবার কি এনডিএতে নাম লেখাবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী?
বেশ কয়েকদিন থেকেই কংগ্রেসকে বিঁধছেন শিবু সোরেনপুত্র। বিহারের বিধানসভা নির্বাচন থেকে সরে দাঁড়ায় হেমন্তের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তাদের অভিযোগ, কংগ্রেস এবং আরজেডির ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ শিকার হয়েই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে এর যোগ্য জবাব দেওয়া হবে বলেও তোপ দেগেছিল ঝাড়খণ্ডে কংগ্রেসের জোটসঙ্গী দলটি। প্রথমে একা লড়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত বিহারের বিধানসভা নির্বাচনে আর প্রার্থী দেয়নি জেএমএম।
সূত্রের খবর, বিহার নির্বাচনে এনডিএর বিপুল সাফল্যের পরেই দিল্লিতে পাড়ি দেন হেমন্ত। রাজধানীতে গিয়ে দেখা করেন বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে। তবে সেই নেতার নাম জানা যায়নি। তবে সূত্রের খবর, এই সাক্ষাৎ নিছক কুশল বিনিময় নয়। বরং ঝাড়খণ্ড বিধানসভার অঙ্ক, জেএমএম-বিজেপির আসন সংখ্যার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষে। এবং সবটাই হয়েছে কার্যত লোকচক্ষুর অন্তরালে। উল্লেখ্য, গতবছর লোকসভা নির্বাচনের আগেই আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার হন হেমন্ত। মাসছয়েক জেলে থাকার পর জামিন মেলে।
হেমন্তের শিবির বদলের জল্পনা আরও উসকে দিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ার। তারপর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি এবার হেমন্তের এনডিএ যাত্রা নিশ্চিত? উল্লেখ্য, ঝাড়খণ্ডে সরকার গড়তে ৪১ আসনের প্রয়োজন। হেমন্তের দল থেকেই রয়েছেন ৩৪ বিধায়ক। তার সঙ্গে বিজেপি ২১, এলজেপি-আজসু-জেডিইউর একজন করে বিধায়ক যোগ হলেই ৫৮ আসন চলে যাচ্ছে এনডিএর কাছে। ফলে প্রশ্ন উঠছে, ‘পালটি’র জেরে আরও এক রাজ্যে ক্ষমতা হারাবে কংগ্রেস?