• সিবিআই চার্জশিটে অভিযুক্ত আখতার
    আনন্দবাজার | ০২ ডিসেম্বর ২০২৫
  • আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতিতে এ বার প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলিকেও অভিযুক্ত সাব্যস্ত করল সিবিআই। প্রসঙ্গত, এই দুর্নীতি নিয়ে আখতারই অভিযোগ জানিয়েছিলেন এবং তাঁর দায়ের করা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই কোর্টে ৩৩ পাতার দ্বিতীয়সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের খবর, আর জি কর হাসপাতালে ডেপুটি সুপারপদে থাকাকালীন আখতার বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে লাভবান হয়েছিলেন বলে সিবিআইয়ের দাবি। এই চার্জশিটে শশীকান্ত চন্দকনামে আখতার-ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকেও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

    এ দিন চার্জশিট জমা দিলেও বিচারক তা গ্রহণ করেননি বলে খবর। আগামিকাল, বুধবার এই চার্জশিট গ্রহণের শুনানি হবেবলে খবর। প্রসঙ্গত, এই মামলায় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই। তার ভিত্তিতে মামলার বিচার প্রক্রিয়া শুরুহয়েছে। বর্তমানে মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।

    আখতারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর পর তাঁকেও একাধিকবার তলব করেছিল সিবিআই। তাঁর বয়ানও নথিবদ্ধ করা হয়েছিল। আদালত সূত্রের খবর, শশীকান্ত চন্দক নামে ওই ব্যবসায়ীর মাধ্যমে আখতারও নানা দুর্নীতি করেছিলেন বলে তদন্তকারীদের দাবি। সিবিআইয়ের আরও দাবি, হাসপাতালের নানা সংস্কারের কাজে বরাত পাওয়া বেসরকারি সংস্থার মাধ্যমে লাভবান হয়েছিলেন আখতার। হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় কয়েক বার বিদেশ ভ্রমণ করেছিলেন তিনি। সেই ভ্রমণের খরচ জুগিয়েছিল সংস্কার কাজের বরাত পাওয়া বিভিন্ন বেসরকারি সংস্থা। দুর্নীতির টাকা স্ত্রীর অ্যাকাউন্টেও জমা হয়েছিল বলে সিবিআইয়ের দাবি। চার্জশিটে তদন্তকারী অফিসারের দাবি, শশীকান্তের মাধ্যমে দরপত্রের বিভিন্ন নথির সই জাল করতেন আখতার। শশীকান্তের বয়ানও নথিবদ্ধ করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)