মাদক, অপরাধের অন্ধকারে ‘ডুবছে’ গুজরাত: রাহুল
বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: ঝাঁ চকচকে প্রচারের আড়ালে সার্বিক হতাশা। অবৈধ মদ ও মাদকের নেশায় বুঁদ মোদি-শাহর রাজ্য গুজরাত। বাড়ছে অপরাধ। ফলে ক্রমেই অন্ধকারে ‘ডুবছে’ গুজরাত। অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। রাহুল গান্ধীর দাবি, গুজরাতে কংগ্রেসের ‘জন আক্রোশ যাত্রা’য় এ নিয়ে সরব হয়েছে সেরাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা।
এক্স হ্যান্ডলে রাহুল লিখেছেন, ‘গুজরাত মহাত্মা গান্ধী, সর্দার পটেলের ভূমি। যেখানে সত্য, নৈতিকতা ও ন্যায়বিচারের ঐতিহ্য রয়েছে। কিন্তু গত কয়েকবছর ধরে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক আর অপরাধের অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।’ লোকসভার বিরোধী দলনেতার দাবি, অপরাধীদের আড়াল করছে শাসকদল। তিনি লেখেন, ‘গুজরাত প্রশ্ন করছে, কেন বিজেপি সরকার রা কাড়ছে না? সবকিছু আড়াল করবার চেষ্টা করছেন কোন মন্ত্রী? কেন গুজরাতের বিশ্বাসঘাতকদের রক্ষা করা হচ্ছে?’ পাশাপাশি সেরাজ্যে কৃষকদের দুর্দশা নিয়েও সরব হয়েছেন রাহুল।
Link to this news (বর্তমান)