২০২০ থেকে প্রায় আড়াই কোটি রেশন কার্ড বাতিল, রাজ্যসভায় জানাল কেন্দ্রীয় সরকার
বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: ২০২০ থেকে ২ কোটি ৪৯ লক্ষ রেশন কার্ড বাতিল করেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট সুবিধাভোগী অযোগ্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। এদিন রাজ্যসভায় এবিষয়ে লিখিত উত্তর দেন উপভোক্তা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বাম্ভানিয়া। তিনি জানান, বর্তমানে দেশে ২০ কোটি ২৯ লক্ষ ৫২ হাজার ৯৩৮টি রেশন কার্ড রয়েছে।মন্ত্রীর কথায়, ‘২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ২ কোটি ৪৯ লক্ষ রেশন কার্ড বাতিল করেছে। ডিজিটাইজেশনের ফলেই এটা সম্ভব হয়েছে।’ কার্ড বাতিলের কারণ নিয়ে তাঁর বক্তব্য, ‘নকল রেশন কার্ড থেকে শুরু করে ইকেওয়াইসি নিয়ে সমস্যা-বিভিন্ন কারণে কার্ড বাতিল হয়েছে। কিছু ক্ষেত্রে সুবিধাভোগী পাকাপাকিভাবে জায়গা বদল করেছেন। আবার নির্দিষ্ট ব্যক্তির মৃত্যুতে কার্ড বাতিল হয়েছে। তবে এখন পর্যন্ত অন্যায়ভাবে কার্ড বাতিলের কোনও অভিযোগ বা রিপোর্ট জমা পড়েনি।’ রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে ২৪ লক্ষ ১৯ হাজার ৪৫১টি রেশন কার্ড বাতিল হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত বাতিল হয়েছে ৪১ লক্ষ ৪১ হাজার ৩৮৫টি কার্ড।