বিধানসভা ভোট প্রস্তুত নয়, বঙ্গ বিজেপির উপর ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব
বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বেজে গিয়েছে বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা। অথচ সেভাবে প্রস্তুতিই নেই বাংলায়। এর জেরে বঙ্গ বিজেপির উপর চরম ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় পার্টি। জানা যাচ্ছে, গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, বুধবারই বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসতে পারেন দলের কেন্দ্রীয় নেতারা। সেইমতো রাজ্য নেতৃত্বকে দিল্লিতে তলব করা হয়েছে।যদিও এ ব্যাপারে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করতে চায়নি গেরুয়া শিবির। বৈঠকের আগে মঙ্গলবার রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন বলে রাজনৈতিক সূত্রে খবর। অন্যদিকে, এদিন রাজ্যসভার স্পেশাল মেনশনে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচলের সময় যাতে আরও বেশি যাত্রীবান্ধব হয়, তার আর্জি জানিয়েছেন।