• এসএসসি মামলা: হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মানার বার্তা রাজ্যকে
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের মামলায় হাইকোর্টের নির্দেশ পালন করছে না রাজ্য সরকার। তাই সুরাহা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন চাকরিহারাদের একাংশ। তারই শুনানিতে মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানিয়ে দিল, হাইকোর্টের নির্দেশের পাশাপাশি গত ৩ এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা মানতেই হবে। না হলে ফল ভুগতে হবে রাজ্য঩কে। আপনাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের আ‌ইনজীবী জয়দীপ গুপ্তকে উদ্দেশ্য করে শুনানির পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সঞ্জয় কুমারের। 

    আদালতের নির্দেশ ছিল অযোগ্যদের থেকে টাকা উদ্ধার করতে হবে। প্রকাশ করতে হবে ওএমআর শিট। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তা করেনি বলেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন লক্ষ্মী টুঙ্গা সহ অন্যরা। তাঁদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন বিষয়টি তুলে ধরেন। তখনই স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন বার বার নানাভাবে অযোগ্যদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন? আমাদের রায় ভালোভাবে পড়ুন। স্পষ্ট বলা আছে, কোনও অযোগ্যদের চাকরি দেওয়া যাবে না। আগামী ২৮ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। 
  • Link to this news (বর্তমান)