• আগামী বছরের এপ্রিল মাস থেকে প্রথম ধাপের সেন্সাস, গৃহগণনার ৩৫ প্রশ্ন চূড়ান্ত
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নভেম্বর মাস জুড়ে পাইলট প্রকল্প সম্পন্ন করার পর চূড়ান্ত হয়েছে সেন্সাসের প্রশ্নাবলী। প্রথম ধাপের সেন্সাস হবে ২০২৬ সালের এপ্রিল মাস থেকে। এই দফায় হবে গৃহগণনা। নাগরিকদের জন্য এই পর্বে ৩৫টি প্রশ্ন থাকবে বলে স্থির হয়েছে।  দ্বিতীয় দফায় ২০২৭ সালে সাধারণ জনগণনার সঙ্গে হবে কাস্ট সেন্সাসও। এই জনসংখ্যা গণনা প্রধানত ডিজিটালি হবে। মোবাইল অ্যাপের মাধ্যমেই হবে তথ্য সংগ্রহ। নাগরিকরা স্বগণনাও করতে পারেন নিজেদের ডেটা ও প্রয়োজনীয় নথি আপলোড করে। মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধীর লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই একথা জানিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন মন্ত্রক, দপ্তর, সংগঠন, প্রতিষ্ঠান, সেন্সাস ডেটা ব্যবহারকারী সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করে সেন্সাসের দুই দফার প্রশ্নাবলী তৈরি ও চুড়ান্ত করা হয়েছে।

    গৃহ গণনা পর্বে প্রশ্নাবলীর মধ্যে থাকছে, বাড়ির ছাদ কংক্রিটের কিনা কিংবা পানীয় জল ও অন্য ব্যবহারের জল কোথা থেকে আসছে? প্রশ্ন করা হবে  বোতলবন্দি যে পানীয় জল বিক্রি করা হয়, তা বাড়িতে কতটা পান করা হয়? অর্থাৎ নিয়মিত? নাকি মাঝেমধ্যে? বাড়িতে প্রত্যক্ষ সরবরাহ না থাকলে কতটা দূর থেকে জল আনতে যেতে হয়। প্রশ্ন করা হবে, বাড়িতে সাইকেল, স্কুটার নাকি গাড়ি- কোন ধরনের যান রয়েছে? স্মার্ট ফোন বাড়িতে কতজন ব্যবহার করে? একান্নবর্তী পরিবার হলে কতজন দম্পতি ও তাদের সন্তানেরা একই বাড়িতে থাকে। এদিকে জানা যাচ্ছে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে এক মাস ধরে গৃহগণনা হওয়ার কথা থাকলেও  রাজ্যগুলির অধিকার থাকবে তাদের সুবিধামতো সময়ে তা সম্পন্ন করার। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন কর঩লেই হবে। প্রসঙ্গত বাংলায় ২০২৬ সালের এপ্রিল মাসে বিধানসভা ভোট হবে। স্বাভাবিকভাবেই শিক্ষক কিংবা সরকারি কর্মীরা ভোটের কাছে ব্যস্ত থাকবে। তাই তাদের সেন্সাসের কাজে সেই সময় ব্যবহার করা যাবে না। অতএব সেক্ষেত্রে ভোটের পরও হতে পারে বাংলা এবং অন্য রাজ্যগুলি গৃহগণনার কাজ। 
  • Link to this news (বর্তমান)