চেন্নাই: ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত উত্তর তামিলনাড়ুতে। বিপর্যয়ের কারণে ইতিমধ্যেই সেরাজ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২ লক্ষ হেক্টরের বেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। লাগাতার ভারী বৃষ্টির জেরে জলমগ্ন চেন্নাইয়ের বহু এলাকা। ১০৭টি নৌকো নামিয়ে আটক বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। বন্ধ স্কুল-কলেজ। মঙ্গলাবারও চেন্নাই বিমানবন্দর থেকে ১৮টি উড়ান বাতিল হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারও ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণের রাজ্যে। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গতিমুখ বদলে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে নিম্নচাপটি। ফলে উপকূল সংলগ্ন এলাকাগুলিতে মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে।