লখনউ: উত্তরপ্রদেশের বারাণসীতে এক বিজেপি নেত্রীর ফ্ল্যাটে মধুচক্রের হদিশ মিলল। সোমবার রাতে সেখানে হানা দিয়ে ৯ মহিলা ও ৪ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, স্পা সেন্টারের আড়ালে মধুচক্রের আসর বসিয়েছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। তদন্ত সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেত্রী শালিনী যাদবের স্বামী অরুণ যাদবের নামে রয়েছে এই ফ্ল্যাটের মালিকানা। এদিকে বিজেপি নেত্রীর নাম জড়াতেই সুর চড়িয়েছেন বিরোধীরা।
এদিন সিগরার শক্তি শিখা অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাট থেকে একাধিক সামগ্রী ও ফোন উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, আশপাশের জেলা থেকে এসেছিল ধৃত যুবতিরা। ভাড়ার ফ্ল্যাটে চলত মধুচক্র। বিজেপি নেত্রী, তাঁর স্বামী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, শুরুতে কংগ্রেসের টিকিটে কাশীতে পুরসভার নির্বাচনে লড়েছিলেন শালিনী। পরের দিকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। শেষমেশ বিজেপিতে নাম লেখান তিনি।