• মন্দির-বাড়ি ভেঙে আরএসএসের পার্কিং লট?
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: জমি জবরদখল রুখতে তৎপর দিল্লি পুরসভা। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ। সম্প্রতি দিল্লির ঝান্ডেলওয়ালে আরএসএস সদর দপ্তরের কাছে পুরসভার এমনই এক অভিযান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, একটি প্রাচীন মন্দির এবং কিছু বসতবাড়ি অন্যায়ভাবে ভেঙে ফেলা হয়েছে। পুরসভার দাবি, বাড়িগুলি বিপজ্জনক তাই ভাঙা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, আরএসএসের দপ্তরের পার্কিং লটের জন্যই এই অভিযান। 

    ঘটনাটি শনিবারের। অন্যান্য অভিযানের মতোই এদিন ঝান্ডেলওয়াল এলাকায় বুলডোজার নিয়ে হাজির হন পুরসভার আধিকারিকরা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। আধিকারিকদের দাবি, নিয়ম মেনে ৪৫ দিন আগে এলাকা খালি করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। অনেকেই নির্দেশ মেনে অন্যত্র সরে গিয়েছেন। অভিযান চলাকালীন আপাতভাবে কোনও সমস্যা হয়নি। যাবতীয় বিতর্কের শুরু সোশ্যাল মিডিয়ায়। তার জন্য দায়ী ওই অভিযানের একটি ভিডিও, যার ক্যাপশনে লেখা—‘আরএসএস দপ্তরের পার্কিং লট তৈরির জন্য প্রাচীন মন্দির ভেঙে ফেলা হচ্ছে।’ কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্ক শুরু হয়। পুরসভার তরফে নোটিশ পাঠানোর দাবি উড়িয়ে এলাকাবাসী জানিয়েছেন,  হঠাৎই এমন অভিযান। অন্যত্র সরে যাওয়ার পর্যাপ্ত সময় কেউ পাননি। যদিও পুরসভা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
  • Link to this news (বর্তমান)