সংবাদদাতা, কল্যাণী: শিয়ালদহ মেইন লাইনে রানাঘাট ও কৃষ্ণনগর পর্যন্ত এসি লোকাল চললেও কল্যাণী থেকে সরাসরি কোনও এসি লোকাল ট্রেন ছিল না। যা নিয়ে কল্যাণী থেকে যাতায়াত করা নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। এবার সেই আশা পূরণ হতে চলেছে। শীতের শুরুতেই পূর্ব রেল জানাল, শিয়ালদহ–কল্যাণী শাখায় চলবে নতুন এসি লোকাল। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ৩টে ৩৫ মিনিটে। কল্যাণী পৌঁছবে বিকেল ৪টে ৫২ মিনিটে। আবার কল্যাণী থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৫টা ২ মিনিটে। শিয়ালদহে পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
পূর্ব রেলের দাবি, যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই নতুন এসি লোকাল ট্রেন আনা হচ্ছে। তবে রবিবার বাদে সপ্তাহে ছ’দিন চলবে ট্রেন। অন্যদিকে, কৃষ্ণনগর এসি লোকালকে রবিবারও চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে। দুপুর ২টো ১১ মিনিটে পৌঁছবে কৃষ্ণনগরে। আবার কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছাড়বে বিকেল ৪টে ৫ মিনিটে। শিয়ালদহে পৌঁছবে ৬টা ২০ মিনিটে।