• রোগী ও আত্মীয়দের মারধর! তুলকালাম বারাসত হাসপাতালে
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগী ও তাঁর পরিজনদের মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা এসে পরিস্থিতি সামাল দেন। জানা গিয়েছে, এদিন বিকেলে বারাসতের কাজিপাড়ার বাসিন্দা শুকুর আলি মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। নিয়মানুযায়ী শুকুরকে ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসকরা। সেই মতো টিকিটও কাটা হয়। কিন্তু ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকজন সিদ্ধান্ত নেন যে, রোগীকে তাঁরা আর হাসপাতালে রাখবেন না। বিষয়টি নিয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে তাঁদের তুমুল বচসা হয়।

    পরিবারের লোকজনের অভিযোগ, আমাদের না জানিয়ে ওয়ার্ডে ভর্তি করে দেওয়া হয়। আমরা রোগীকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু চিকিৎসকরা নিতে দেননি। ওঁরা আমাদের উপর চড়াও হন। আমরা চেয়েছিলাম অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা করাতে। কারণ এখানে কোনও চিকিৎসা পরিষেবাই মিলছিল না। শুকুরের মেয়ে সাইমা খাতুন বলেন, মেডিকেল কলেজে কোনও চিকিৎসা পাচ্ছিলাম না। উল্টে আমাদের আক্রান্ত হতে হল।

    এ বিষয়ে এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা বলেন, পরিবারের লোকজন মারধরের যে অভিযোগ তুলছেন, তা মিথ্যা। তাঁরা চাইছিলেন ওই রোগীকে নিয়ে চলে যেতে। কিন্তু হাসপাতালে ভর্তি হলে ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা শুনতে চাননি তারা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)