• জালে ৪ বাংলাদেশি সহ পাঁচ
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর পর্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফিরছে। সেই সুযোগে নতুন করে সক্রিয় হয়েছে দালালরা। মঙ্গলবার সকালে দালালের হাত ধরে স্বরূপনগরের তারালি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় ভারতীয় দালাল ও চার বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে তাদের তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে। এদের মধ্যে একটি শিশুও ছিল। 

    জানা গিয়েছে, এসআইআরের কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। মাসখানেক ধরে উত্তর ২৪ পরগনা স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ বাংলাদেশে চলে যাচ্ছেন। এত কড়াকড়ির মধ্যেও সক্রিয় দালাল চক্র! মঙ্গলবারও চারজন বাংলাদেশে অনুপ্রবেশকারিকে চোরাপথে বাংলাদেশ পুশব্যাক করতে চেয়েছিল দালালরা। কিন্তু বিএসএফ তা রুখে দেয়। স্থানীয়দের কথায়, অনুপ্রবেশকারীদের টোপ দিচ্ছে সিন্ডিকেট। ভয়ও দেখানো হচ্ছে। সীমান্ত পার করানোর জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা। 

    তারপর তাঁদের বাংলাদেশে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে। কাঁটাতারহীন এলাকা দিয়ে অন্ধকারে বাংলাদেশে পাঠাতে চাইছে ‘ধুরপার্টি’। কারণ ধুররা বাংলাদেশিদের ভয় দেখিয়ে বলছে, এখনই ওদেশে যাওয়া যাবে না। বিএসএফ সময় নেবে। তাড়াতাড়ি ফেরানোর ব্যবস্থা করব। কিন্তু সেই চক্র ভাঙতে মরিয়া বিএসএফ।
  • Link to this news (বর্তমান)