• কসবা গুলিকাণ্ড: হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ধৃত
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা গুলিকাণ্ডে আহত যুবক অভিজিৎ নাইয়াকে গ্রেফতার করল পুলিশ। হাসপাতাল থেকে ছাড়া পেতেই সোমবার তাঁকে ধরা হয়। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। নাইন এমএম পিস্তল নিয়ে তিনি অনুশীলন করতে গিয়েছিলেন প্রান্তিক পল্লির খালপাড়ে। তখন এক সহযোগীকে পিস্তল নিয়ে কেরামতি দেখাতে গিয়ে গুলি ছুটে যায়। সেই গুলি গিয়ে হাতের তালুতে লাগে অভিজিতের।

    প্রথমে তিনি এই ঘটনা স্বীকার করতে চাননি। হাসপাতালে জেরা করলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে তিনি গোটা ঘটনার কথা জানান। তদন্তে নেমে পুলিশ জেনেছে, ওই যুবক আগ্নেয়াস্ত্র কেনাবেচার বেআইনি ব্যবসা করেন। তাঁকে জেরা করে কোথায় আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)