শহরে ২ বাসের রেষারেষিতে প্রাণ হারালেন বৃদ্ধ, অবরোধ
বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’টি বাসের রেষারেষিতে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্যামবাজার এভি স্কুলের সামনে। রাস্তা পেরনোর সময় দু’টি বাসের মাঝখানে পড়ে গেলে তাঁকে ধাক্কা মারে একটি বাস। সেই সময় তিনি পড়ে গেলে তাঁর মাথার উপর দিয়ে চলে যায় শ্যামবাজার-হাওড়া ময়দান রুটের একটি মিনিবাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘাতক বাসের চালক পলাতক। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্যামবাজার-হাওড়া ময়দান রুটের ওই মিনিবাসটি হাওড়া যাচ্ছিল। বাসটি অত্যন্ত ধীর গতিতে চলছিল বলে যাত্রীদের বক্তব্য। শ্যামবাজার এভি স্কুলের আগে মিনিবাসের চালক লক্ষ্য করেন, অন্য একটি বেসরকারি বাস ওভারটেক করার চেষ্টা করছে। তা দেখে গতি বাড়িয়ে দেয় মিনিবাসের চালক এবং রাস্তার ডানদিক ঘেঁষে চলতে শুরু করে। ওই সময় রাস্তা পার হচ্ছিলেন বছর ষাটের এক বৃদ্ধ। দুই বাসের রেষারেষির মাঝে পড়ে যান তিনি। তখনই মিনিবাসের চাকায় পিষ্ট হন তিনি। কিছুটা এগিয়ে বাস থামিয়ে পালিয়ে যায় চালক ও কনডাক্টর। যাত্রীদের দাবি, মিনিবাসের চালককে বাসের গতি বাড়াতে বললে সে জানায়, পিছনে গাড়ি না আসা পর্যন্ত এভাবেই চলবে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন শ্যামবাজার এভি স্কুলের সামনে অবরোধ শুরু করেন। তাঁদের দাবি, এই এলাকায় বাসের রেষারেষি লেগেই রয়েছে। শ্যামবাজার-হাওড়া রুটের মিনিবাসগুলি বেপরোয়া গতিতে চলাচল করে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এখানে পুলিশ থাকে না। তাঁদের আরও দাবি, লেকটাউন-হাওড়া ময়দান রুটের মিনিবাস শ্যামবাজার পর্যন্ত আসে। অধিকাংশ বাসেরই কাগজপত্র ঠিক নেই। পুলিশের একাংশের মদতে এই বাসগুলি রাস্তায় চলছে। যদিও পুলিশের দাবি, কাগজপত্রহীন বাসের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। জরিমানা থেকে বাস বাজেয়াপ্ত পর্যন্ত করা হয়ে থাকে।