নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। এই ঘটনায় জখম হয়েছেন দুই বাইক আরোহীও। সোমবার রাত পৌনে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নারকেলডাঙা থানার ক্যানাল ওয়েস্ট রোডে রেল আন্ডারপাসের কাছে। মৃত যুবকের নাম আরসালান আসলাম (২১)। পুলিশ জানিয়েছে, বাইক চালক ও আরোহী কারও মাথায় হেলমেট ছিল না। নারকেলডাঙা থানার পুলিশ চালক সহ ঘাতক লরিটি আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটি বাইকে চেপে তিন যুবক যাচ্ছিলেন। আচমকা লরি ওই বাইককে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।