• নারী সুরক্ষার প্রচারে গিয়ে আক্রান্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, তিরে TMCP
    এই সময় | ০৩ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, জলপাইগুড়ি: নারী সুরক্ষা নিয়ে প্রচার করতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের হাতে আক্রান্ত হতে হলো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে জলপাইগুড়ির পিডি ওম্যান কলেজে। বিষয়টি নিয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও টিএমসিপির পালটা দাবি, ওই সংগঠনের পক্ষ থেকে তাদের মেয়েদের মারধর করা হয়েছে।

    'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠন নারী সুরক্ষা নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানের প্রচারে মঙ্গলবার দুপুরে পিডি ওম্যান কলেজের গেটে ছাত্রীদের মধ্যে লিফলেট বিলি করছিলেন সংগঠনের সদস্যরা। অভিযোগ, সেই সময়ে টিএমসিপির কর্মীরা বাইরে থেকে দলবল নিয়ে এসে সংগঠনের মহিলা কর্মীদের উপরে চড়াও হন। টিএমসিপির ইউনিট প্রেসিডেন্টও মহিলাদের মারধর করেন বলে অভিযোগ করেন 'জাগো নারী জাগো বহ্নিশিখা'র আহ্বায়ক সাসনুর খাতুন।

    যদিও অভিযোগ অস্বীকার করে টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট লিজা সুত্রধর বলেন, 'আগামীকাল থেকে কলেজের প্রথম বর্ষের মেয়েদের পরীক্ষা রয়েছে। পরীক্ষার বিষয় নিয়ে এদিন তাঁরা কলেজে এসেছিলেন। কিন্তু ওই ছাত্রীদের কলেজের গেটে আটকে রাখেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এর প্রতিবাদ করতে গেলে আমাকে মারধর করা হয়।'

  • Link to this news (এই সময়)