• ‘হিন্দুদের এত দেবতা কেন?’, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যে চাঞ্চল্য
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু দেবদেবী নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ইতিমধ্যেই বিজেপি ও বিআরএস ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে। সব মিলিয়ে প্রবল রাজনৈতিক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন কংগ্রেস নেতা।

    ঠিক কী বলেছিলেন রেবন্ত? এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রেবন্তকে বলতে শোনা যায়, ”হিন্দুরা কত দেবতায় বিশ্বাস করে? সংখ্যাটা কি তিন কোটি? এক দেবতা আছেন, তিনি অবিবাহিতদের দেবতা- হনুমান। যাঁরা দু’বার বিয়ে করেছেন, তাঁদের জন্য আছেন আলাদা দেবতা। আবার যাঁরা অ্যালকোহল পান করেন, তাঁদেরও রয়েছে দেবতা। মুরগি বলির একজন, ডাল-ভাতের একজন। প্রতিটি দলেরই আছে নিজস্ব দেবতা।”
    স্বাভাবিক ভাবেই এহেন মন্তব্য ঘিরে বিতর্ক ঘনিয়েছে। বিজেপি নেতা চিক্কোটি প্রবীণ বলছেন, ”কংগ্রেস ও রেবন্ত রেড্ডি, কারওই কোনও লজ্জা নেই। প্রতিটা বৈঠকেই এদের বলতে শোনা যায় কংগ্রেস মুসলিমদের। মুখ্যমন্ত্রীকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে এবং নিজের বিবৃতি ফিরিয়ে নিতে হবে।”

    এদিকে বিআরএস নেতা রাকেশ রেড্ডি আঙ্গুলাও এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘এটা দুর্ভাগ্যজনক যে, রেবন্ত রেড্ডি এমন কথা বলছেন যা কোটি কোটি হিন্দুর অনুভূতিতে আঘাত করছে। তিনি কি কেবল যাঁদের জন্য কাজ করেন তাঁদের প্রভাবিত করার জন্যই এইভাবে কথা বলছেন? তাঁকে অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে।’

    তবে রেবন্ত যে প্রথম এই ধরনের মন্তব্য করলেন তা নয়। এর আগেও হিন্দু দেবদেবী নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। গত বছর বিজেপিকে আক্রমণ করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”ঈশ্বরের ছবি দেখিয়ে কিছু চাওয়ার অর্থ সে ভিখারি, হিন্দু নয়। ঈশ্বর তো মন্দিরে থাকবেন। আর ভক্তি থাকবে হৃদয়ে। যাঁরা এমন মনে করেন, তাঁরাই আসল হিন্দু। বিজেপি নেতারা ভগবানের ছবি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন ভোটভিক্ষা করতে।” এই মন্তব্য ঘিরেও অনেক বিতর্ক ঘনিয়েছিল। ফের বিতর্কে রেবন্ত।
  • Link to this news (প্রতিদিন)