• আন্তর্জাতিক সম্মেলনে চা বিক্রি করছেন মোদি! কংগ্রেসের AI ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেড কার্পেট ইভেন্টে হাতে কেটলি আর চায়ের গেলাস নিয়ে হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাঁকছেন, ‘চায়ে বোলো’! এমনই এক এআই ভিডিও শেয়ার করে বিতর্কে জড়িয়েছে কংগ্রেস। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, এমন ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রীকে অবমাননা করেছে হাত শিবির।

    কংগ্রেস নেতা রাগিনী নায়েক ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, ‘এটা আবার কে করল?’ ভিডিওয় দেখা যাচ্ছে, স্যুট-বুট পরিহিত প্রধানমন্ত্রী হাঁটছেন রেড কার্পেট ইভেন্টে। তাঁর নেপথ্যে রয়েছে নানা দেশের পতাকার সঙ্গে তেরঙ্গাও দেখা যাচ্ছে। ইঙ্গিত এটা কোনও আন্তর্জাতিক সম্মেলন। মোদিকে বলতে শোনা যাচ্ছে, ”চাই বোলো, চাইয়ে।”

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা পরিচয় দিতে পছন্দ করেন। এর আগে দেখা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে নিজের ছোটবেলার ‘পেশার পরিচয়’ ব্যবহার করছেন তিনি। এমনকী ভূতপূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে অতীতে তাঁকে বলতে শোনা গিয়েছে. “২০১৪ সালে এক ‘চাওলা’কে দায়িত্ব দিয়েছিলেন আপনারা। আমি কখনও নিজেকে অর্থনীতিবিদ দাবি করিনি। কিন্তু দেশবাসীর শক্তির উপর আস্থা রেখেছি। দশম স্থান থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।” এবার তাঁর সেই পরিচয় প্রসঙ্গ তুলেই খোঁচা দিল কংগ্রেস।

    এমন ভিডিওয় ক্ষোভ উগরে দিয়েছে পদ্ম শিবির। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলছেন, ”এলিট কংগ্রেস কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারছে না, যিনি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি। ওরা ওঁকে আগেও ‘চাওয়ালা’ বলে খোঁচা দিয়েছে। ১৫০ মিনিটেরও বেশি সময় ধরে উত্যক্ত করে গিয়েছে। এমনকী বিহারে ওঁর মা’কেও আক্রমণ করেছে। মানুষ ওদের ক্ষমা করবে না।”
  • Link to this news (প্রতিদিন)