• একলাফে কলকাতায় পারদ নামল ৩ ডিগ্রি! চলতি সপ্তাহেই কি জমাটি ইনিংস খেলবে শীত?
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: আবহাওয়ার বড় বদল। এক রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। উত্তর-পশ্চিমী বাতাস বইতে শুরু করেছে। তাহলে কি এবার কনকনে শীত পড়ার সম্ভাবনা? চলতি সপ্তাহেই কি জমাটি ইনিংস খেলবে শীত? সেই প্রশ্ন উসকে যাচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে তাপমাত্রা কমবে। তেমনই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় দেতোয়া শক্তি হারিয়েছে ইতিমধ্যেই। এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও রাজ্যের আবহাওয়ায় তারতম্য হচ্ছে বলে মত হাওয়া অফিসের। আগামী কয়েক দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে খবর।

    চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে পড়বে বলে খবর। যদিও এই সময় কলকাতার রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। তবে সেই তাপমাত্রা ধীরে ধীরে নামবে বলে খবর। গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। বুধবার সেই তাপমাত্রাই কমে ১৭ ডিগ্রির ঘরে চলেছে। এদিন সকালে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৮৬ শতাংশ।

    সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বেলা বাড়লে রোদের তেজ বাড়বে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ চলবে পাহাড়ে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। মালদহে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সপ্তাহান্তে পার্বত্য এলাকাতেও কুয়াশার সম্ভাবনা বাড়বে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)