• ফের ভরসার মডেল সেবাশ্রয় ২, খতিয়ান সামনে এনে উচ্ছ্বসিত অভিষেক
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: ডায়মন্ড হারবারে ফের শুরু হয়েছে সেবাশ্রয়। দুদিনে জনস্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য ভূমিকা নিল সেই স্বাস্থ্য শিবির। যার খতিয়ান সামনে এনে উচ্ছ্বসিত ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘জনস্বাস্থ্য পরিষেবায় মানুষই যে আসল তার প্রমাণ ফের দিতে শুরু করেছে সেবাশ্রয় ২। মানুষের পরিষেবা এখানে নিশ্চিত। সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার।

    তাঁর কথায়, ‘যত দিন যাচ্ছে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যেখানে দায়িত্ব নিয়ে মানুষকে পরিষেবা দেওয়া হয়, সেখানে উন্নতি কেউ ঠেকাতে পারবে না। মহেশতলায় যে ক্যাম্প প্রথম শুরু হয়েছে তার জন্য যত ডাক্তার, নার্স, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্ত টিম একজোট হয়ে কাজ করছে তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ।

    লিখেছেন, আমাদের প্রত্যেকের কাছে এখন একটাই অবিচ্ছেদ্য লক্ষ্য, যাদের যাদের স্বাস্থ্য পরিষেবা দরকার তাদের প্রত্যেকের কাছে সেই পরিষেবা নিশ্চিত করা। ‘

    যে তথ্য অভিষেক দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, এই বিধানসভায় এখনও ৭০০২ জন ২ দিনে চেকআপের জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। ২৭টি ক্যাম্প একসঙ্গে কাজ করছে। ৩১৮৪টি কেস ডায়াগনোসিস হয়েছে। ৩০৭৯ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। ৪২৯৯ জন নানা জরুরি পরামর্শ পেয়ে ফিরেছেন। ১৬৬ জনকে ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য ভাল হাসপাতালে রেফার করা হয়েছে। অভিষেক লিখেছেন, এই স্বাস্থ্য শিবির মডেল হয়ে উঠছে। সহানুভূতির সঙ্গে দক্ষতার সঙ্গে মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)